আজ অভিনেতা মান্নার জন্মদিন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ০১:০৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
- / ৩২১ বার পড়া হয়েছে
আজ অভিনেতা আসলাম তালুকদার মান্নার জন্মদিন। ১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলের কালিহাতীর কৈতলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
১৯৮৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) আয়োজিত ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে মান্না চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তাঁর অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘পাগলি’।
১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘কাসেম মালার প্রেম’ ছবিতে মান্না প্রথম একক নায়ক হিসেবে অভিনয় করেন। পরবর্তীতে তিনি ‘আম্মাজান’, ‘দাঙ্গা’, ‘লুটতরাজ’, ‘কাবুলিওয়ালা’র মতো জনপ্রিয় ছবিতে কাজ করেছেন। এই জনপ্রিয় অভিনেতা ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মারা যান।
ট্যাগস :