আনিসুল হক, সালমান এফ রহমান ও আমীর হোসেন আমুসহ নতুন মামলায় গ্রেফতার ৯

- আপডেট সময় ০১:৪২:০৯ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- / ২৬৩ বার পড়া হয়েছে
জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী থানার বিভিন্ন মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আমীর হোসেন আমু, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি ও আরও ছয়জনকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৯ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত এই আদেশ দেন। এর আগে সকালবেলা বৃষ্টির মধ্যে তাদের আদালতের হাজতখানায় আনা হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টি হালকা হলে আদালতের নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পুলিশ সদস্যরা তাদের আদালতে হাজির করেন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
আদালতের আদেশে গ্রেফতার দেখানো বাকি আসামিরা হলেন: সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু এবং যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।
মামলার বিবরণে জানা গেছে, কাজী মনিরুল ইসলাম মনুকে ৮টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। অন্যদিকে আনিসুল হক, আবুল হাসান, জাহাঙ্গীর আলম, জুনাইদ আহমেদ পলক ও শহীদুল হককে ২টি করে মামলায় এবং সালমান এফ রহমান, ডা. দীপু মনি ও আমীর হোসেন আমুকে ১টি করে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এই মামলাগুলোর পটভূমিতে আরও জানা যায়, গত বছরের ১৩ আগস্ট আনিসুল হক ও সালমান এফ রহমানকে প্রথম গ্রেফতার করে পুলিশ। এরপর ১৯ আগস্ট গ্রেফতার করা হয় ডা. দীপু মনিকে। ৪ সেপ্টেম্বর পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক, ১ অক্টোবর সাবেক সচিব জাহাঙ্গীর আলম এবং ১৭ সেপ্টেম্বর সাবেক ওসি আবুল হাসানকে গ্রেফতার করা হয়। ১৫ আগস্ট গ্রেফতার হন সাবেক প্রতিমন্ত্রী পলক এবং সর্বশেষ ২০২৫ সালের ২১ এপ্রিল গ্রেফতার করা হয় সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুকে। এই মামলাগুলোর তদন্ত এখনও চলমান রয়েছে।