আমার সন্তানরা ব্যবসায়িক উপাদান নয়-পরীমণি

- আপডেট সময় ১২:০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / ২৬১ বার পড়া হয়েছে
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি তার ছেলে পদ্মের তৃতীয় জন্মদিন উপলক্ষে আয়োজন করেছিলেন এক পারিবারিক অনুষ্ঠান। কিন্তু সেই আনন্দঘন মুহূর্তের ভিডিও ও ছবি তার অনুমতি ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। নিজের ফেসবুক পেজে পরীমণি স্পষ্টভাবে জানান, তার সন্তানেরা কোনোভাবেই ব্যবসায়িক উপাদান নয়।
গত ১০ আগস্ট জন্মদিনে ছেলের জন্য আয়োজন করেছিলেন তিনি। ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও সহকর্মীরা উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। তবে ব্যক্তিগত এই মুহূর্তের ভিডিও ও রিলস অতিথিদের মাধ্যমে অনলাইনে ছড়িয়ে পড়লে তীব্র অসন্তোষ প্রকাশ করেন পরীমণি। শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে একক মা হিসেবে জীবনযাপন করছেন অভিনেত্রী। তাই সন্তানদের ব্যক্তিগত মুহূর্ত প্রকাশ নিয়ে তার ক্ষোভ আরও প্রবলভাবে ফুটে ওঠে।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আমি যাদের কাছের মানুষ ভেবেছি, তারা প্রমাণ করেছে তারা আমার জীবনের ‘গু’ ছাড়া আর কিছু নয়। কিছু কুকুরকে সহ্য করেছি অনেকদিন, কিন্তু এবার আর পারছি না। এবার যা পারছি তা হলো কবর দিয়ে দেওয়া—যাকে তাকে জীবন থেকে বিদায় করে দেওয়া।”
তিনি আরও জানান, ব্যক্তিগত কারণে তিনি ১০ আগস্ট থেকে ফেসবুকে সক্রিয় ছিলেন না। পরে ফিরে এসে দেখেন, কিছু ‘চিড়িয়া’ তার জীবনের সুখ নিয়ে টানাটানি শুরু করেছে। পরীমণি লেখেন, “আমার বাচ্চাকে নিয়ে ১০ তারিখে একটা ইভেন্ট করেছিলাম একান্ত নিজস্ব কাছের মানুষদের নিয়ে। কিন্তু কিছু উল্লুক বেহায়ার মতো এসে রিলস, ভ্লগ আর ভিডিও দিয়ে ভরিয়ে ফেলল সোশ্যাল মিডিয়া, যেখানে আমি নিজে একটা ছবিও প্রকাশ করিনি।”
তীব্র ভাষায় তিনি আরও বলেন, “মানুষের ব্যক্তিগত জীবনে গুতাগুতি করে নিজের অমূল্য সময় নষ্ট করছো। এর ফলেই তোমরা আমার গালি খাচ্ছো, যা তোমাদের প্রাপ্য। আগেই বলেছি, আমার বাচ্চারা কোনো ব্যবসায়িক উপাদান নয়। তখনও বুঝোনি?”
এই ঘটনায় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে তার বক্তব্য।