ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

    ইরানের কমপক্ষে ১৪ বিজ্ঞানীকে হত্যা করেছে ইসরায়েল

    আন্তর্জাতিক ডেস্ক
    • আপডেট সময় ০১:১৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
    • / ২৭৬ বার পড়া হয়েছে

    ইসরায়েল ইরানে আক্রমণের সময় কমপক্ষে ১৪ জন ইরানি বিজ্ঞানীকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়ে হত্যা করেছে। এদের মধ্যে রসায়নবিদ, পদার্থবিদ এবং প্রকৌশলীও ছিলেন। অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সির (এপি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    সংস্থাটি ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জোশুয়া জারকার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি রাষ্ট্রদূত দাবি করেছেন যে, এই হত্যাকাণ্ডের ফলে ইসরায়েলি ও মার্কিন বোমা হামলা থেকে রক্ষা পাওয়া পারমাণবিক অবকাঠামো এবং উপকরণ থেকেও ইরানের পক্ষে অস্ত্র তৈরি করা ‌‘প্রায়’ অসম্ভব হয়ে পড়বে।

    তিনি বলেন, পুরো টিম না থাকায় মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি বেশ কয়েক বছর পিছিয়ে যাচ্ছে। এপি জানিয়েছে যে, জারকা সোমবার তাদের সঙ্গে এসব বিষয়ে কথা বলেছেন। রাষ্ট্রদূত জোশুয়া জারকার এ ধরনের দাবির পর বিশ্লেষকরা বলছেন, ইরানের আরও বিজ্ঞানী আছেন যারা নিহতদের স্থান নিতে পারেন এবং এই হত্যাকাণ্ড কেবল দেশটির পারমাণবিক কর্মসূচিকে পিছিয়ে দিতে পারে, শেষ করতে পারবে না।

    অন্যদিকে মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে আরেক পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ রেজা সেদিঘি সাবেরের মৃত্যুর খবর প্রচারিত হয়েছে। তিনিও ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।

    নিউজটি শেয়ার করুন

    ইরানের কমপক্ষে ১৪ বিজ্ঞানীকে হত্যা করেছে ইসরায়েল

    আপডেট সময় ০১:১৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

    ইসরায়েল ইরানে আক্রমণের সময় কমপক্ষে ১৪ জন ইরানি বিজ্ঞানীকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়ে হত্যা করেছে। এদের মধ্যে রসায়নবিদ, পদার্থবিদ এবং প্রকৌশলীও ছিলেন। অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সির (এপি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    সংস্থাটি ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জোশুয়া জারকার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি রাষ্ট্রদূত দাবি করেছেন যে, এই হত্যাকাণ্ডের ফলে ইসরায়েলি ও মার্কিন বোমা হামলা থেকে রক্ষা পাওয়া পারমাণবিক অবকাঠামো এবং উপকরণ থেকেও ইরানের পক্ষে অস্ত্র তৈরি করা ‌‘প্রায়’ অসম্ভব হয়ে পড়বে।

    তিনি বলেন, পুরো টিম না থাকায় মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি বেশ কয়েক বছর পিছিয়ে যাচ্ছে। এপি জানিয়েছে যে, জারকা সোমবার তাদের সঙ্গে এসব বিষয়ে কথা বলেছেন। রাষ্ট্রদূত জোশুয়া জারকার এ ধরনের দাবির পর বিশ্লেষকরা বলছেন, ইরানের আরও বিজ্ঞানী আছেন যারা নিহতদের স্থান নিতে পারেন এবং এই হত্যাকাণ্ড কেবল দেশটির পারমাণবিক কর্মসূচিকে পিছিয়ে দিতে পারে, শেষ করতে পারবে না।

    অন্যদিকে মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে আরেক পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ রেজা সেদিঘি সাবেরের মৃত্যুর খবর প্রচারিত হয়েছে। তিনিও ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।