ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

    ওয়াশিংটন ডিসিতে “বাংলাদেশ-যুক্তরাষ্ট্র” দ্বিতীয় দফার শুল্ক আলোচনার বৈঠক শুরু

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ১২:৫৪:২০ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
    • / ২৬২ বার পড়া হয়েছে

    বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আনুষ্ঠানিক আলোচনা শুরু হচ্ছে আজ বুধবার, ৯ জুলাই। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠেয় এই বৈঠক চলবে ১১ জুলাই পর্যন্ত। বাংলাদেশ সরকারকে এই আলোচনায় অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (USTR)।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ভার্চুয়ালি এই আলোচনায় অংশ নেবেন। এছাড়া বাণিজ্য সচিব, অতিরিক্ত বাণিজ্য সচিবসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা ইতোমধ্যেই ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন।

    এদিকে, তিন মাস ধরে চলা আলোচনার পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শুল্ক ২০২৫ সালের ১ আগস্ট থেকে কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। এর ফলে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়তে পারে।

    এর আগে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশের পণ্যের ওপর ৩৭ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিল। ওই সময়, শুল্ক কার্যকরের আগে সময় চেয়ে মার্কিন প্রেসিডেন্টকে একটি চিঠি পাঠিয়েছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূস, যেখানে তিনি বাংলাদেশের অর্থনীতির ওপর সম্ভাব্য নেতিবাচক প্রভাবের বিষয়টি তুলে ধরেন। নতুন শুল্কহার কার্যকরের আগে এই দ্বিতীয় দফার আলোচনা দুই দেশের মধ্যে অর্থনৈতিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

    নিউজটি শেয়ার করুন

    ওয়াশিংটন ডিসিতে “বাংলাদেশ-যুক্তরাষ্ট্র” দ্বিতীয় দফার শুল্ক আলোচনার বৈঠক শুরু

    আপডেট সময় ১২:৫৪:২০ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

    বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আনুষ্ঠানিক আলোচনা শুরু হচ্ছে আজ বুধবার, ৯ জুলাই। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠেয় এই বৈঠক চলবে ১১ জুলাই পর্যন্ত। বাংলাদেশ সরকারকে এই আলোচনায় অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (USTR)।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ভার্চুয়ালি এই আলোচনায় অংশ নেবেন। এছাড়া বাণিজ্য সচিব, অতিরিক্ত বাণিজ্য সচিবসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা ইতোমধ্যেই ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন।

    এদিকে, তিন মাস ধরে চলা আলোচনার পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শুল্ক ২০২৫ সালের ১ আগস্ট থেকে কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। এর ফলে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়তে পারে।

    এর আগে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশের পণ্যের ওপর ৩৭ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিল। ওই সময়, শুল্ক কার্যকরের আগে সময় চেয়ে মার্কিন প্রেসিডেন্টকে একটি চিঠি পাঠিয়েছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূস, যেখানে তিনি বাংলাদেশের অর্থনীতির ওপর সম্ভাব্য নেতিবাচক প্রভাবের বিষয়টি তুলে ধরেন। নতুন শুল্কহার কার্যকরের আগে এই দ্বিতীয় দফার আলোচনা দুই দেশের মধ্যে অর্থনৈতিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।