ঢাকা ১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

    কোচিং সেন্টারে হাতাহাতির জেরে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৫:৫৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
    • / ২৫৮ বার পড়া হয়েছে

    রাজধানীর নিউমার্কেট এলাকায় উদ্ভাস কোচিং সেন্টারে আইডি কার্ড নিয়ে তিন দিন আগে হওয়া একটি হাতাহাতির ঘটনার জেরে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে এই সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

    সংঘর্ষের পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুপক্ষের মাঝে অবস্থান নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ কলেজের সামনে সরে যায়। বর্তমানে ওই এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

    ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম জানান, তিন দিন আগে উদ্ভাস কোচিং সেন্টারে আইডি কার্ডকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি এবং চড়-থাপ্পরের ঘটনা ঘটেছিল। পরদিন উত্তেজনা তৈরি হলেও তা মীমাংসা হয়। তবে আজ নতুন করে আবার সংঘর্ষ শুরু হয়েছে।

    ডিসি মাসুদ আলম বলেন, এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে এবং ছোটখাটো বিষয় থেকেও দুই কলেজের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তিনি বলেন, পুলিশ এই সমস্যার একটি স্থায়ী সমাধান চায়। এ জন্য দুই কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলে মূল কারণ খুঁজে বের করার চেষ্টা করা হবে। তিনি আরও জানান, সংঘর্ষে আহত কয়েকজন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

    নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, দুপুর ২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়। ঢাকা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

    নিউজটি শেয়ার করুন

    কোচিং সেন্টারে হাতাহাতির জেরে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

    আপডেট সময় ০৫:৫৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

    রাজধানীর নিউমার্কেট এলাকায় উদ্ভাস কোচিং সেন্টারে আইডি কার্ড নিয়ে তিন দিন আগে হওয়া একটি হাতাহাতির ঘটনার জেরে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে এই সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

    সংঘর্ষের পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুপক্ষের মাঝে অবস্থান নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ কলেজের সামনে সরে যায়। বর্তমানে ওই এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

    ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম জানান, তিন দিন আগে উদ্ভাস কোচিং সেন্টারে আইডি কার্ডকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি এবং চড়-থাপ্পরের ঘটনা ঘটেছিল। পরদিন উত্তেজনা তৈরি হলেও তা মীমাংসা হয়। তবে আজ নতুন করে আবার সংঘর্ষ শুরু হয়েছে।

    ডিসি মাসুদ আলম বলেন, এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে এবং ছোটখাটো বিষয় থেকেও দুই কলেজের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তিনি বলেন, পুলিশ এই সমস্যার একটি স্থায়ী সমাধান চায়। এ জন্য দুই কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলে মূল কারণ খুঁজে বের করার চেষ্টা করা হবে। তিনি আরও জানান, সংঘর্ষে আহত কয়েকজন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

    নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, দুপুর ২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়। ঢাকা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।