ক্যালিফোর্নিয়ায় মার্কিন নৌবাহিনীর এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিরাপদে উদ্ধার

- আপডেট সময় ১২:৩৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / ২৬৫ বার পড়া হয়েছে
মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ক্যালিফোর্নিয়ায় নেভাল এয়ার স্টেশন লেমুরের কাছে একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিমানটির পাইলট সফলভাবে নিজেকে ইজেক্ট করে নিরাপদে উদ্ধার করতে পেয়েছেন বলে মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।
বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় বুধবার, ৩০ জুলাই সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত যুদ্ধবিমানটি মার্কিন নৌবাহিনীর মালিকানাধীন এবং এটি নেভাল এয়ার স্টেশন লেমুরের কাছাকাছি কৃষিভিত্তিক খোলা জমিতে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে আগুন এবং ঘন কালো ধোঁয়ার বিশাল স্তম্ভ আকাশে উঠতে দেখা যায়, যার দৃশ্য সিএনএনের সহযোগী কেএফএসএন-এর প্রকাশিত ভিডিও ফুটেজে ধরা পড়ে। দুর্ঘটনাস্থলটি ফ্রেসনো শহর থেকে প্রায় ৪০ মাইল বা ৬৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
ফ্রেসনো কাউন্টি শেরিফের অফিসের বিবৃতিতে জানানো হয়েছে, পাইলটকে সহায়তা করার জন্য একটি ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস (ইএমএস) ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিসও তাৎক্ষণিকভাবে সাড়া দেয়। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি দুর্ঘটনার প্রাথমিক তদারকির কাজ শুরু করে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
বিধ্বস্ত বিমানটি স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ভিএফ-১২৫-এর অধীনে ছিল, যা ‘রাফ রেইডার্স’ নামে পরিচিত। এই স্কোয়াড্রনটি একটি ফ্লিট রিপ্লেসমেন্ট স্কোয়াড্রন হিসেবে কাজ করে এবং পাইলট ও বিমান ক্রুদের উন্নত প্রশিক্ষণ প্রদান করে থাকে। বিমানটি ছিল এফ-৩৫সি মডেলের, যা এফ-৩৫ লাইটেনিং ২ সিরিজের তিনটি ভ্যারিয়েন্টের মধ্যে একটি এবং এটি মূলত মার্কিন বিমানবাহী রণতরীতে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। অত্যাধুনিক এই যুদ্ধবিমানের বাজারমূল্য প্রায় ১০০ মিলিয়ন ডলার।
নৌবাহিনী জানিয়েছে, বিমান বিধ্বস্তের কারণ এখনও তদন্তাধীন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে দুর্ঘটনাস্থলে তদন্ত কার্যক্রম শুরু করেছে এবং বিমানের ব্ল্যাক বক্সসহ অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান সংগ্রহের চেষ্টা চলছে।
চলতি বছরে এটি যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বারের মতো এফ-৩৫ যুদ্ধবিমানের দুর্ঘটনা। এর আগে জানুয়ারিতে আলাস্কার আইলসন বিমান ঘাঁটিতে প্রশিক্ষণের সময় একটি এফ-৩৫এ বিমান বিধ্বস্ত হয়েছিল। সে সময়ও পাইলট সফলভাবে ইজেক্ট করে প্রাণে রক্ষা পান।
এই ধরনের দুর্ঘটনা অত্যাধুনিক যুদ্ধবিমানের নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। তবে নৌবাহিনী বলেছে, তারা এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।