ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

    গাইবান্ধায় পান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

    জেলা প্রতিনিধি
    • আপডেট সময় ০৪:৪৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
    • / ৩৫১ বার পড়া হয়েছে

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক পান-সুপারি বিক্রেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার নাকাইহাট বাজারসংলগ্ন গরুর হাটের সংযোগ সড়কের পাশের একটি বাগান থেকে শুক্রবার (১৩ জুন) সকালে গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

    নিহত পান ব্যবসায়ীর নাম মো. খালেক মিয়া (৩৫)। তিনি হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি নাকাইহাট বাজারে দীর্ঘদিন ধরে পান-সুপারির ব্যবসা করতেন।

    স্থানীয়রা জানান, খালেক মিয়া বৃহস্পতিবার বিকেলে তার দোকানে যান। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। আজ সকালে নাকাইহাট বাজারসংলগ্ন গরুর হাটের সংযোগ সড়কের পাশে বাগানে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়।

    খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তাকে হত্যা করে মরদেহ ওই বাগানে ফেলে রাখা হয়েছে।

    গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম বলেন, আমরা গলাকাটা একটি মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিক সুরতহাল শেষে আলামত সংগ্রহ করা হয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানতে তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

    নিউজটি শেয়ার করুন

    গাইবান্ধায় পান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

    আপডেট সময় ০৪:৪৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক পান-সুপারি বিক্রেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার নাকাইহাট বাজারসংলগ্ন গরুর হাটের সংযোগ সড়কের পাশের একটি বাগান থেকে শুক্রবার (১৩ জুন) সকালে গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

    নিহত পান ব্যবসায়ীর নাম মো. খালেক মিয়া (৩৫)। তিনি হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি নাকাইহাট বাজারে দীর্ঘদিন ধরে পান-সুপারির ব্যবসা করতেন।

    স্থানীয়রা জানান, খালেক মিয়া বৃহস্পতিবার বিকেলে তার দোকানে যান। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। আজ সকালে নাকাইহাট বাজারসংলগ্ন গরুর হাটের সংযোগ সড়কের পাশে বাগানে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়।

    খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তাকে হত্যা করে মরদেহ ওই বাগানে ফেলে রাখা হয়েছে।

    গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম বলেন, আমরা গলাকাটা একটি মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিক সুরতহাল শেষে আলামত সংগ্রহ করা হয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানতে তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।