গোপালগঞ্জে সহিংসতা ও মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

- আপডেট সময় ০৫:১১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / ২৫৯ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশ ঘিরে সংঘটিত সহিংসতা ও মৃত্যুর ঘটনায়তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণিকে তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে। কমিটিতে আরও যুক্ত হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইন ও বিচার মন্ত্রণালয়ের একজন করে অতিরিক্ত সচিব। কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে ন্যায়বিচার প্রতিষ্ঠা, জনশৃঙ্খলা বজায় রাখা এবং আইন অনুযায়ী দোষীদের জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। এতে স্পষ্ট বলা হয়, যেই হোক না কেন, কেউ সহিংসতা, অবৈধ কার্যকলাপ কিংবা মৃত্যুর জন্য দায়ী থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।