ছেলেকে নিয়ে অশালীন মন্তব্য, আবেগঘন অভিজ্ঞতা জানালেন মৌ

- আপডেট সময় ০৪:৫৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
- / ২৫২ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ও তার পরিবার।
এক পডকাস্টে তিনি বিষয়টি তুলে ধরেন।নিজের ছেলের সঙ্গে তোলা ছবির নিচে আপত্তিকর মন্তব্যে ব্যথিত হয়েছেন মৌ।
তবে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে তার ছেলে।
২০ বছরের তরুণটি এসব মন্তব্য প্রথমে নিজে দেখেনি, বন্ধুরা তাকে পাঠালে তীব্র লজ্জায় পড়ে যায়।
ও এতটাই ভেঙে পড়েছে যে বাথরুম থেকে আমাকে টেক্সট করেছে।
আমাকে জড়িয়ে ধরে কাঁদছে। বলছে—মা, ওরা আমার মাকে নিয়ে এভাবে কথা বলছে কেন?
ওদের কি মা নাই?মৌ জানান, সন্তানদের বোঝানোর চেষ্টা করলেও এ ধরনের মন্তব্য তাদের গভীরভাবে আঘাত করছে।
প্রশ্ন তুলেছেন!এমন অশালীন আচরণ বন্ধে পদক্ষেপ কবে নেওয়া হবে?সামাজিক যোগাযোগমাধ্যমে অবাধ কুরুচিপূর্ণ মন্তব্য শুধু ব্যক্তিকেই নয়, তার পরিবারও ভেঙে পড়েছেন মানসিকভাবে।
সাদিয়া ইসলাম মৌ’র অভিজ্ঞতা যেন তারই জ্বলন্ত উদাহরণ।