ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

    জাতীয় নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা হতে পারে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি: সিইসি নাসির উদ্দিন

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৪:৩৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
    • / ২৬৬ বার পড়া হয়েছে

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বর্তমানে সবচেয়ে ভয়াবহ হুমকি হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শনিবার (২৬ জুলাই) খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

    সিইসি বলেন, “এআই এখন একটি আধুনিক ও মারাত্মক হুমকি। অনেক সময় না বুঝেই আমরা যেকোনো কিছু শেয়ার করে ফেলি, যেটি ভুয়া বা বিভ্রান্তিকর হতে পারে। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো কিছু শেয়ার না করাই শ্রেয়। অপপ্রচার প্রতিরোধে মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভুল তথ্য রোধে আপনাদের সহায়তা প্রয়োজন।”

    তিনি জানান, এই নির্বাচনে নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে মানুষের আস্থা ফিরিয়ে আনা এবং ভোটকেন্দ্রমুখী করা। তাঁর ভাষায়, “মানুষ আজ বিশ্বাস হারিয়ে ফেলেছে—ভোটে সে যাবে কি যাবে না, তাতে কিছু আসে যায় না। এই অবস্থা বদলাতে না পারলে গণতন্ত্রের ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।”

    নারী ভোটারদের অংশগ্রহণ বাড়ানো এবং নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা আনাও কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরেন নাসির উদ্দিন। তিনি বলেন, “আমরা রাতের ভোট চাই না, দিনের আলোয় স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট আয়োজনই আমাদের অঙ্গীকার। নির্বাচনকালীন সময়ের জন্য সন্ত্রাস দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলবে।”

    প্রধান উপদেষ্টার নির্দেশনা তুলে ধরে তিনি বলেন, “ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে। কমিশন সেই নির্দেশনা অনুসারে পরিকল্পনা ও প্রস্তুতি এগিয়ে নিচ্ছে।” সভায় খুলনা বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বেনজীর আহম্মেদসহ বিভিন্ন উপজেলার নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    নিউজটি শেয়ার করুন

    জাতীয় নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা হতে পারে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি: সিইসি নাসির উদ্দিন

    আপডেট সময় ০৪:৩৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বর্তমানে সবচেয়ে ভয়াবহ হুমকি হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শনিবার (২৬ জুলাই) খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

    সিইসি বলেন, “এআই এখন একটি আধুনিক ও মারাত্মক হুমকি। অনেক সময় না বুঝেই আমরা যেকোনো কিছু শেয়ার করে ফেলি, যেটি ভুয়া বা বিভ্রান্তিকর হতে পারে। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো কিছু শেয়ার না করাই শ্রেয়। অপপ্রচার প্রতিরোধে মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভুল তথ্য রোধে আপনাদের সহায়তা প্রয়োজন।”

    তিনি জানান, এই নির্বাচনে নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে মানুষের আস্থা ফিরিয়ে আনা এবং ভোটকেন্দ্রমুখী করা। তাঁর ভাষায়, “মানুষ আজ বিশ্বাস হারিয়ে ফেলেছে—ভোটে সে যাবে কি যাবে না, তাতে কিছু আসে যায় না। এই অবস্থা বদলাতে না পারলে গণতন্ত্রের ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।”

    নারী ভোটারদের অংশগ্রহণ বাড়ানো এবং নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা আনাও কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরেন নাসির উদ্দিন। তিনি বলেন, “আমরা রাতের ভোট চাই না, দিনের আলোয় স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট আয়োজনই আমাদের অঙ্গীকার। নির্বাচনকালীন সময়ের জন্য সন্ত্রাস দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলবে।”

    প্রধান উপদেষ্টার নির্দেশনা তুলে ধরে তিনি বলেন, “ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে। কমিশন সেই নির্দেশনা অনুসারে পরিকল্পনা ও প্রস্তুতি এগিয়ে নিচ্ছে।” সভায় খুলনা বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বেনজীর আহম্মেদসহ বিভিন্ন উপজেলার নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।