জাতীয় নির্বাচন সামনে রেখে আজ ১০ আগস্ট প্রকাশিত হবে ভোটার তালিকার খসড়া

- আপডেট সময় ১০:৫৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / ২৬৭ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ রোববার (১০ আগস্ট) হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া তালিকায় কারো তথ্য ভুল থাকলে আগামী ১২ দিনের মধ্যে তা সংশোধনের সুযোগ থাকবে।
ইসি সূত্রে জানা গেছে, এবারের হালনাগাদ প্রক্রিয়ায় প্রায় ৪৪ লাখ নতুন ভোটার যুক্ত হয়েছেন। এসব নতুন ভোটারের তথ্য সম্পূরক খসড়া তালিকায় অন্তর্ভুক্ত থাকবে। উপজেলা নির্বাচন কর্মকর্তারা তালিকাটি নির্ধারিত স্থানে প্রকাশ করবেন, যাতে সাধারণ মানুষ তা যাচাই করতে পারেন।
তালিকায় ভুল বা বাদ পড়া তথ্য সংশোধনের জন্য প্রাপ্ত আবেদনগুলো আগামী ২৪ আগস্টের মধ্যে নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। সব প্রক্রিয়া শেষ করে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এছাড়া, যারা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর বয়স পূর্ণ করবেন, তারাও এই নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। বর্তমানে দেশে মোট ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন ভোটার রয়েছেন। নতুন সংযোজনের মাধ্যমে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে।