জাতীয় সমাবেশে অসুস্থ জামায়াত আমির, সন্ধ্যায় প্রধান উপদেষ্টার খোঁজখবর

- আপডেট সময় ১২:৩৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- / ২৬৩ বার পড়া হয়েছে
শনিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দলটির আমির ডা. শফিকুর রহমান। বক্তব্যের মাঝপথে তার শারীরিক অবস্থা খারাপ হয়ে গেলে মঞ্চে থাকা দলের অন্যান্য নেতারা দ্রুত এগিয়ে এসে তাকে ধরাধরি করে বসান। মিনিটখানেক বিরতি দিয়ে তিনি আবার বক্তব্য শুরু করলেও কিছুক্ষণ পর পুনরায় অসুস্থ হয়ে পড়েন।
পরবর্তীতে তিনি মঞ্চে বসে, পা মেলে দিয়ে বক্তব্য শেষ করেন। এ সময় তার পাশে কয়েকজন চিকিৎসক অবস্থান করছিলেন এবং সার্বক্ষণিক শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছিলেন।
জামায়াত আমিরের অসুস্থতার খবর পৌঁছালে শনিবার রাতেই তার সঙ্গে সাক্ষাৎ করতে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিকদের জানান, “প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের খোঁজখবর নিয়েছেন। সামনে নির্বাচন, আমরা চাই বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতারা সুস্থ ও ভালো থাকুন এবং দেশের উন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন।”
এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে জামায়াত আমিরের শারীরিক অবস্থার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। সমাবেশের উত্তাপের মধ্যেই নেতার এমন পরিস্থিতি সমাবেশে উপস্থিত হাজারো কর্মী-সমর্থকের মধ্যেও উদ্বেগ তৈরি করে।