জাপানের টোকিওতে এনসিপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ০৩:৪৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / ২৫৭ বার পড়া হয়েছে
জাপানের রাজধানী টোকিওতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় হোকোতোপিয়ায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক প্রবাসী বাংলাদেশি নারী-পুরুষ অংশ নেন।
সভায় প্রবাসীদের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এনসিপির উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সার্জিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তারা প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
এনসিপির এশিয়া প্রতিনিধি জুবায়ের সরদারের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, জাপানে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ এবং এনসিপির স্থানীয় নেতাকর্মীরা।
প্রবাসীদের অংশগ্রহণে প্রাণবন্ত এ সভা এক অনন্য মিলনমেলায় রূপ নেয়।
ট্যাগস :
Dhaka Press এনসিপি কমিউনিটি নেতৃবৃন্দ জাতীয় নাগরিক পার্টি জাপান টোকিও ঢাকা প্রেস প্রবাসী বাংলাদেশি প্রবাসী মিলনমেলা প্রবাসী সমস্যা বাংলাদেশি কমিউনিটি জাপান মতবিনিময় সভা