তারেক রহমান ও মির্জা ফখরুলকে ট্যাগ করে কিসের ইঙ্গিত দিলেন সারজিস আলম?

- আপডেট সময় ০৫:৪৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
- / ২৫৯ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ট্যাগ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন।ওই পোস্টে তিনি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় পাথর ও বালু পরিবহনকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন এবং বিএনপি নেতাকর্মীদের সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টে সারজিস আলম লেখেন, সরকার কর্তৃক অনুমোদিত পাথর ও বালুর সাইটগুলো থেকে পণ্য পরিবহনকারী গাড়িগুলোর প্রতিটিকে থামিয়ে ৫০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে। নিয়মিতভাবে লাখ টাকার চাঁদাবাজির মাধ্যমে লুটপাট চলছে।
তিনি জানান, এ চাঁদাবাজ চক্রের দুই সদস্যকে স্থানীয় ইউএনও আটক করে এক মাসের কারাদণ্ড দেন। কিন্তু পরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কয়েকশ নেতাকর্মী থানা ঘেরাও করে চাঁদাবাজদের ছিনিয়ে নেয় এবং থানায় ভাঙচুর চালায়। ঘটনা সামাল দিতে পার্শ্ববর্তী হাতীবান্ধা থানা থেকে অতিরিক্ত পুলিশ চাওয়া হলে সেখানকার বিএনপি নেতাকর্মীরাও ওই থানা অবরুদ্ধ করে রাখে।
সারজিস আলম বলেন, বিএনপির নেতাকর্মীরা যদি মাঠ পর্যায়ে এমনভাবে ক্ষমতার অপব্যবহার করে, চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেয়, তাহলে কিভাবে দেশে কাঙ্ক্ষিত সংস্কার হবে? তিনি আরও যোগ করেন, স্থানীয়রা বলছেন, এসব কর্মকাণ্ডের পেছনে একজন এমপি প্রত্যাশীর প্রত্যক্ষ মদদ রয়েছে। সংস্কারের আগে দলের মাঠ পর্যায়ের নেতৃত্বের নিয়ন্ত্রণ নিশ্চিত করা প্রয়োজন।
প্রশাসন ও পুলিশকে সহযোগিতা না করে উল্টো জিম্মি করে অপকর্ম করা হচ্ছে অভিযোগ করে তিনি প্রশ্ন তোলেন, বিএনপি এ ঘটনার বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে, সেটি এখন জাতির দেখার বিষয়।
সারজিস আলম বলেন, “আমরা বিএনপির কাগুজে প্রতিশ্রুতি দেখতে চাই না, দেখতে চাই বাস্তব অ্যাকশন — সেটা যদি নিজের দলের লোকের বিরুদ্ধেও হয় তবুও।