ঢাকা ০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

    দুর্গাপূজা ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই – স্বরাষ্ট্র উপদেষ্টা

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৫:৫৮:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
    • / ২৫২ বার পড়া হয়েছে

    আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে সারাদেশে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, বিজয়া দশমীর দিন পূজা শেষে সন্ধ্যা ৭টার মধ্যেই প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে হবে।

    সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে ব্রিফিংয়ে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, পূজামণ্ডপ কমিটির পক্ষ থেকে এ বছর কোনো উদ্বেগ প্রকাশ করা হয়নি। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসারসহ সশস্ত্র বাহিনীও মাঠে থাকবে।

    জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “এবার দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের হুমকি নেই। শান্তিপূর্ণ পরিবেশেই সারাদেশে পূজা উদ্‌যাপিত হবে। তবে দুষ্কৃতকারীরা সব সময়ই বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে থাকে, সেদিকে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।”

    তিনি আরও জানান, এ বছর সারাদেশে ৩১ হাজার ৫৭৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। যদিও এখনো পূর্ণাঙ্গ তালিকা পাওয়া যায়নি, তবে অনুমান করা হচ্ছে প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

    নিউজটি শেয়ার করুন

    দুর্গাপূজা ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই – স্বরাষ্ট্র উপদেষ্টা

    আপডেট সময় ০৫:৫৮:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

    আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে সারাদেশে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, বিজয়া দশমীর দিন পূজা শেষে সন্ধ্যা ৭টার মধ্যেই প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে হবে।

    সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে ব্রিফিংয়ে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, পূজামণ্ডপ কমিটির পক্ষ থেকে এ বছর কোনো উদ্বেগ প্রকাশ করা হয়নি। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসারসহ সশস্ত্র বাহিনীও মাঠে থাকবে।

    জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “এবার দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের হুমকি নেই। শান্তিপূর্ণ পরিবেশেই সারাদেশে পূজা উদ্‌যাপিত হবে। তবে দুষ্কৃতকারীরা সব সময়ই বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে থাকে, সেদিকে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।”

    তিনি আরও জানান, এ বছর সারাদেশে ৩১ হাজার ৫৭৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। যদিও এখনো পূর্ণাঙ্গ তালিকা পাওয়া যায়নি, তবে অনুমান করা হচ্ছে প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।