ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

    নতুন নাটক নিয়ে ফিরলেন মুশফিক ফারহান ও কেয়া পায়েল – “অনেকদিন পরে’

    মোহাম্মদ জাহিদ হোসেন
    • আপডেট সময় ০১:২২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
    • / ২৭৩ বার পড়া হয়েছে

    অনেকদিন পর, দর্শকদের জন্য ইউটিউবে মুক্তি পেলো একটি নতুন বাংলা নাটক – ‘অনেকদিন পরে’। নাটকটি রিলিজ হয়েছে ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে, আর এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় দুই অভিনয়শিল্পী মুশফিক ফারহান ও কেয়া পায়েল।

    নাটকটি পরিচালনা করেছেন গুণী নির্মাতা রুবেল হাসান, আর তার সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন ওমর চৌধুরী। এই নাটকের প্রযোজনার দায়িত্বে ছিলেন আনোয়ারুল আলম সজল, যিনি নাটকের মান ও শিল্পগুণ নিশ্চিত করতে নিবিড়ভাবে যুক্ত ছিলেন পুরো সময়জুড়ে।

    পরিচালক রুবেল হাসান জানান, “দর্শকদের ভালোবাসা পেলে ভবিষ্যতে এমন আরো গল্পনির্ভর নাটক উপহার দিতে চাই। আমরা চেয়েছি গল্প, অভিনয় আর নির্মাণশৈলীর এক সুন্দর সমন্বয় ঘটাতে।” প্রযোজক আনোয়ারুল আলম সজলও আশাবাদী যে, নাটকটি দর্শকদের মনে জায়গা করে নেবে।

    নাটক ‘অনেকদিন পরে’ শুধু একটি প্রেমের গল্প নয়, বরং এটি একটি আবেগময় সফর, যা দর্শকদের হৃদয়ে নাড়া দেবে বলেই প্রত্যাশা। নির্মাতাদের বিশ্বাস, নাটকটি সকল শ্রেণির দর্শকের ভালো লাগবে এবং ভবিষ্যতে এরকম আরও নাটক নির্মাণের প্রেরণা জোগাবে।

    আপনারা চাইলে এখনই Capital Drama ইউটিউব চ্যানেলে গিয়ে নাটকটি দেখে নিতে পারেন।

    নিউজটি শেয়ার করুন

    নতুন নাটক নিয়ে ফিরলেন মুশফিক ফারহান ও কেয়া পায়েল – “অনেকদিন পরে’

    আপডেট সময় ০১:২২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

    অনেকদিন পর, দর্শকদের জন্য ইউটিউবে মুক্তি পেলো একটি নতুন বাংলা নাটক – ‘অনেকদিন পরে’। নাটকটি রিলিজ হয়েছে ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে, আর এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় দুই অভিনয়শিল্পী মুশফিক ফারহান ও কেয়া পায়েল।

    নাটকটি পরিচালনা করেছেন গুণী নির্মাতা রুবেল হাসান, আর তার সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন ওমর চৌধুরী। এই নাটকের প্রযোজনার দায়িত্বে ছিলেন আনোয়ারুল আলম সজল, যিনি নাটকের মান ও শিল্পগুণ নিশ্চিত করতে নিবিড়ভাবে যুক্ত ছিলেন পুরো সময়জুড়ে।

    পরিচালক রুবেল হাসান জানান, “দর্শকদের ভালোবাসা পেলে ভবিষ্যতে এমন আরো গল্পনির্ভর নাটক উপহার দিতে চাই। আমরা চেয়েছি গল্প, অভিনয় আর নির্মাণশৈলীর এক সুন্দর সমন্বয় ঘটাতে।” প্রযোজক আনোয়ারুল আলম সজলও আশাবাদী যে, নাটকটি দর্শকদের মনে জায়গা করে নেবে।

    নাটক ‘অনেকদিন পরে’ শুধু একটি প্রেমের গল্প নয়, বরং এটি একটি আবেগময় সফর, যা দর্শকদের হৃদয়ে নাড়া দেবে বলেই প্রত্যাশা। নির্মাতাদের বিশ্বাস, নাটকটি সকল শ্রেণির দর্শকের ভালো লাগবে এবং ভবিষ্যতে এরকম আরও নাটক নির্মাণের প্রেরণা জোগাবে।

    আপনারা চাইলে এখনই Capital Drama ইউটিউব চ্যানেলে গিয়ে নাটকটি দেখে নিতে পারেন।