ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

    নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৬:৫৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
    • / ২৫৯ বার পড়া হয়েছে

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    সোমবার সকালে রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে নির্বাচনী প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্ট বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    বৈঠকে ড. ইউনূস আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, “কোনো অবস্থাতেই বাহিনীর আচরণে পক্ষপাতের অভিযোগ উঠতে দেওয়া যাবে না। আপনাদের কাজ রাষ্ট্রের হয়ে, কোনো রাজনৈতিক দলের হয়ে নয়।”

    তিনি আরও বলেন, নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি। ভোটারদের যেন কোনো প্রকার হয়রানি বা ভয় ছাড়াই কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকে, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সভায় ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক সহিংসতা রোধ, এবং গোয়েন্দা নজরদারি জোরদারসহ নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তর আলোচনা হয়।

    প্রধান উপদেষ্টা আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি নিশ্চিত করার নির্দেশ দেন, যাতে করে নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছ, বিশ্বাসযোগ্য এবং সহিংসতামুক্তভাবে সম্পন্ন করা যায়।

    নিউজটি শেয়ার করুন

    নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

    আপডেট সময় ০৬:৫৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    সোমবার সকালে রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে নির্বাচনী প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্ট বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    বৈঠকে ড. ইউনূস আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, “কোনো অবস্থাতেই বাহিনীর আচরণে পক্ষপাতের অভিযোগ উঠতে দেওয়া যাবে না। আপনাদের কাজ রাষ্ট্রের হয়ে, কোনো রাজনৈতিক দলের হয়ে নয়।”

    তিনি আরও বলেন, নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি। ভোটারদের যেন কোনো প্রকার হয়রানি বা ভয় ছাড়াই কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকে, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সভায় ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক সহিংসতা রোধ, এবং গোয়েন্দা নজরদারি জোরদারসহ নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তর আলোচনা হয়।

    প্রধান উপদেষ্টা আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি নিশ্চিত করার নির্দেশ দেন, যাতে করে নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছ, বিশ্বাসযোগ্য এবং সহিংসতামুক্তভাবে সম্পন্ন করা যায়।