পিসিএলে নিজ দলের পক্ষে ভালো করতে আত্মবিশ্বাসী নাহিদ রানা

- আপডেট সময় ০১:৫৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
- / ২৯২ বার পড়া হয়েছে
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পর্দা উঠেছে গত ১১ এপ্রিল। তবে বাংলাদেশি পেসার নাহিদ রানা পিসিএলে দল পেলেও আসরের শুরু থেকে খেলার অনাপত্তি পত্র (এনওসি) দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শেষে পিসিএলে খেলার জন্য এনওসি পেয়েছেন তিনি। তাই টাইগার পেসার আসরের মাঝপথে পিএসএলে যোগ দিচ্ছেন।
নাহিদ রানা শনিবার (২৬ এপ্রিল) পিএসএল খেলতে দেশ ছাড়বেন। যাওয়ার আগে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, ভালো করার ব্যাপারে তিনি বেশ আত্মবিশ্বাসী।
নাহিদ রানা বলেন, আমার আত্মবিশ্বাস আছে নিজের ব্যাপারে। দলের হয়ে সেরাটা দিতে চাই। আর তা করতে পারলে ভালো কিছুই হবে।
পেশোয়ার জালমির হয়ে পিএসএলে মাঠ মাতাবেন নাহিদ রানা। পিএসএলের দশম আসরের ড্রাফটে গত ১৩ জানুয়ারি এই পেসারকে গোল্ডেন ক্যাটাগরি থেকে দলে ভেড়ায় পেশোয়ার।
তবে এরই মধ্যে পাঁচ ম্যাচ খেলে ফেলেছে পেশোয়ার। কিন্তু খুব একটা ভালো অবস্থানে নেই তারা। পাঁচটি ম্যাচের মধ্যে তিনটি হেরেছে। বিপরীতে জয় পেয়েছে দুই ম্যাচে। চার পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে পেশোয়ার।
এদিকে আরও দুই বাংলাদেশি পিএসএলের এবারের আসরে দল পেয়েছেন। তাদের মধ্যে রিশাদ হোসেন এখন পাকিস্তানে অবস্থান করছেন। ইতোমধ্যেই চারটি ম্যাচও খেলেছেন তিনি। তবে আসর শুরুর আগেই চোটের কারণে ছিটকে গেছেন বাংলাদেশি অপেনার লিটন দাস।