বাবা ক্রিকেট কিংবদন্তী হলেও কেন ক্রিকেটার হলেন না সারা টেন্ডুলকার

- আপডেট সময় ০২:১৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / ২৫৯ বার পড়া হয়েছে
ক্রিকেট কিংবদন্তী শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার বাবার পদাঙ্ক অনুসরণ করে ক্রিকেটে থিতু হলেও তার মেয়ে সারা টেন্ডুলকার নিজেকে খেলাধুলার জগত থেকে দূরে রেখেছেন। বাবা বা ভাইয়ের মতো ক্রিকেটকে পেশা হিসেবে বেছে নেননি শচীনকন্যা। সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই সিদ্ধান্তের কারণ জানিয়েছেন।
পেশায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সারা টেন্ডুলকার বর্তমানে অস্ট্রেলিয়া পর্যটনের দূত হিসেবে সেখানে অবস্থান করছেন। তিনি জানান, জীবনে প্রথমবার ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ায় এসেছিলেন এবং এরপর থেকে প্রতি চার বছর পর পর আসতেন। অস্ট্রেলিয়ার প্রতি তার ভালোবাসার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, “আসলে আমি আর আমার ভাই এখানে আসতে খুব উৎসাহী থাকতাম।
কারণ বাবা ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকত, তাই বাবার সঙ্গে খুব একটা দেখা হতো না। কিন্তু অস্ট্রেলিয়ায় গেলে বাবার সঙ্গে অনেকটা সময় কাটাতে পারতাম।” গোটা ভারতীয় দলের সঙ্গে নৌকায় চেপে সিডনিতে বর্ষবরণের উদযাপন তার অন্যতম প্রিয় স্মৃতি বলে জানান।
গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে সারা বলেন, “আমি খেলাধুলা নিয়ে কোনোদিন ভাবিইনি। ক্রিকেট এবং অন্যান্য খেলায় বরাবর আমার ভাই দক্ষ ছিল। আমি মাঝেসাঝে গলি ক্রিকেট খেলেছি। কিন্তু ক্রিকেটকে ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়ার কথা ভাবিনি কখনও।”
প্রসঙ্গত, শচীনপুত্র অর্জুন টেন্ডুলকার বাঁহাতি ফাস্ট বোলার হিসেবে ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন। ২০২০ মৌসুমে মুম্বাইয়ের হয়ে তার ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়। তিনি ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলেও খেলেছেন। বর্তমানে মিডিয়াম পেস বোলার হিসাবে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াডে রয়েছেন। তবে প্রথম একাদশে তাকে নিয়মিত দেখা যায় না।