ভারতে থাকা বাংলাদেশি নাগরিকদের সঙ্গে অমানবিক কর্মকাণ্ড ঠিক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় ০২:২১:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
- / ২৮৪ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যদি বাংলাদেশের নাগরিক ভারতে থাকে তারা নিয়মতান্ত্রিকভাবে দেশে আসবেন। বিভিন্ন লেকে বা জঙ্গলে ফেলে রাখার মতো অমানবিক কর্মকাণ্ড ঠিক নয়।
বাংলাদেশেও যেসব নাগরিক অবৈধভাবে বসবাস করছেন, তাদেরকেও নিয়মতান্ত্রিকভাবে ভারতে ফেরত পাঠানো হবে।
উত্তরায় র্যাব-১ এর সদরদপ্তর পরিদর্শনের সময় শনিবার (১৪ জুন) সকালে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, সরকার যখনই চাইবে তখনই নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুত আছে আইনশৃঙ্খলা বাহিনী।
ট্যাগস :
অমানবিক কর্মকাণ্ড আইনশৃঙ্খলা বাহিনী নাগরিক নির্বাচনের নিরাপত্তা পরিদর্শন বাংলাদেশি নাগরিক সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা