ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

    মিটফোর্ডে সোহাগ হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০১:৫৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
    • / ২৬০ বার পড়া হয়েছে

    রাজধানীর মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী মোহাম্মদ সোহাগ হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

    শনিবার (১২ জুলাই) পুরান ঢাকার মিল ব্যারাকে রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) ও ঢাকা জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। একটি সভ্য দেশে এমন বর্বরোচিত ঘটনা কোনোভাবেই কাম্য নয়।”

    স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ ঘটনায় ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতরাতে একজন, তার আগেও র‍্যাব অস্ত্রসহ দুজনকে এবং মেট্রোপলিটন পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করেছে। এছাড়া, গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের ধরতে কাজ করছে। সকল দোষীকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

    বিচারপ্রক্রিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিচার প্রক্রিয়ার ধীরগতি আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্লিপ্ত নয়, বরং তারা সক্রিয়ভাবে কাজ করছে। এ সময় তিনি চাঁদপুরের আরেকটি ঘটনার কথাও উল্লেখ করে বলেন, সেখানেও অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান তিনি।

    নিউজটি শেয়ার করুন

    মিটফোর্ডে সোহাগ হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

    আপডেট সময় ০১:৫৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

    রাজধানীর মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী মোহাম্মদ সোহাগ হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

    শনিবার (১২ জুলাই) পুরান ঢাকার মিল ব্যারাকে রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) ও ঢাকা জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। একটি সভ্য দেশে এমন বর্বরোচিত ঘটনা কোনোভাবেই কাম্য নয়।”

    স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ ঘটনায় ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতরাতে একজন, তার আগেও র‍্যাব অস্ত্রসহ দুজনকে এবং মেট্রোপলিটন পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করেছে। এছাড়া, গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের ধরতে কাজ করছে। সকল দোষীকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

    বিচারপ্রক্রিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিচার প্রক্রিয়ার ধীরগতি আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্লিপ্ত নয়, বরং তারা সক্রিয়ভাবে কাজ করছে। এ সময় তিনি চাঁদপুরের আরেকটি ঘটনার কথাও উল্লেখ করে বলেন, সেখানেও অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান তিনি।