মিয়ানমারের গোকটেইক রেলসেতুতে বিস্ফোরণ, দায় নিয়ে দ্বন্দ্ব

- আপডেট সময় ১২:০২:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
- / ২৫৯ বার পড়া হয়েছে
বোমা হামলার মাধ্যমে মিয়ানমারের একটি ঐতিহাসিক রেলসেতু ধ্বংস করা হয়েছে। ঔপনিবেশিক আমলের বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে সেতু হিসেবে পরিচিত গোকটেইক সেতু বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে সামরিক জান্তা।
রোববার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জান্তা সরকারের বরাত দিয়ে বলা হয়, অভ্যুত্থানবিরোধী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো বোমা হামলা চালিয়ে সেতুটি গুঁড়িয়ে দিয়েছে। জান্তার মুখপাত্র জ্য মিন তুন এক ভিডিও বার্তায় অভিযোগ করেন, তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এবং পিপলস ডিফেন্স ফোর্স যৌথভাবে এই হামলা চালিয়েছে।
ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৩৪ ফুট উঁচুতে অবস্থিত গোকটেইক রেলসেতু মিয়ানমারের ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। ১৯০১ সালে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে এটি চালু হয়। তখন এটি ছিল বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে ট্রেসেল সেতু। সেতুটি মান্দালয় থেকে উত্তর শান অঙ্গরাজ্যকে সংযুক্ত করে রেখেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, বিস্ফোরণের পর সেতুর একটি অংশ ভেঙে পড়েছে এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে এই ঘটনার দায় অস্বীকার করেছে টিএনএলএ। সংস্থাটির মুখপাত্র লওয়ে ইয়াই উ পাল্টা অভিযোগ করে বলেন, আসলে জান্তার বিমান ও ড্রোন হামলার কারণেই সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি দাবি করেন, “আজ সকালে মিয়ানমার সেনারা ড্রোন ব্যবহার করে আমাদের ঘাঁটিতে হামলা চালায়। তারা আমাদের বাহিনীকে লক্ষ্য করলেও তাদের বোমা গোকটেইক সেতুতেও আঘাত হানে।”
২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটিতে গৃহযুদ্ধ চলমান। জান্তা বাহিনী একদিকে জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে, অন্যদিকে গণতন্ত্রকামী প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। সম্প্রতি নাওংকিও ও কিয়াউকমি শহরে জান্তা সৈন্যদের সঙ্গে টিএনএলএর তীব্র সংঘর্ষ হয়েছে। যদিও গত জুলাইয়ে নাওংকিও শহর পুনর্দখলের দাবি করেছিল সামরিক সরকার।