মেট্রোরেলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি ডিটিসিএর

- আপডেট সময় ১২:৩৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / ২৫৯ বার পড়া হয়েছে
মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। এ বিষয়ে ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে একটি চিঠি পাঠিয়েছেন, যেখানে ডিএমটিসিএলের কার্যক্রম মন্ত্রিসভার সিদ্ধান্তের পরিপন্থী বলে অভিযোগ করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০১৩ সালে ডিএমটিসিএল গঠনের সময় মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী এটি ডিটিসিএর নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। তবে ডিটিসিএর অভিযোগ, ডিএমটিসিএল এখন আর তাদের কাছে রিপোর্ট জমা দিচ্ছে না, বরং সরাসরি সড়ক পরিবহন বিভাগসহ বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করছে।
ডিটিসিএর দাবি, মেট্রোরেলের যাত্রীদের বীমা, লাইনের নকশা অনুমোদন, নিরাপত্তা ব্যবস্থা এবং চুক্তি সংক্রান্ত সিদ্ধান্তগুলো ডিএমটিসিএলের পক্ষ থেকে কার্যকর করা হচ্ছে না। কিছু চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে শর্ত লঙ্ঘনেরও অভিযোগ আনা হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি-৬ প্রকল্পের ডিপিপি প্রস্তুত, জাইকা পরামর্শক নিয়োগ এবং কোম্পানি নিবন্ধনসহ নানা প্রক্রিয়া ডিটিসিএ সম্পন্ন করেছিল।
এই বিষয়ে জানতে চাইলে ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম বলেন, যেসব বিষয় নিয়ম অনুযায়ী ডিটিসিএর মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানোর কথা, আমরা তা পাঠাই। তবে দৈনন্দিন পরিচালনা ও প্রশাসনিক সিদ্ধান্তগুলো সরাসরি মন্ত্রণালয়কে জানানো হয়, এবং ডিএমটিসিএল গঠনের সময়ই এই অনুমোদন দেওয়া হয়েছিল।