ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

    মৌলভীবাজারে আইনজীবী সুজন মিয়া ছুরিকাঘাতে নিহত

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৯:৩৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
    • / ৩২৪ বার পড়া হয়েছে

    মৌলভীবাজার জেলা জজ আদালতের আইনজীবী সুজন মিয়াকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

    গত রোববার রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে ৪-৫ জন দুর্বৃত্ত সুজন মিয়ার ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

    সুজন মিয়া মৌলভীবাজার পৌর শহরের পূর্ব হিলালপুর গ্রামের বাসিন্দা এবং মো. জহিরুল ইসলামের ছেলে।

    মৌলভীবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মিনহাজ উদ্দিন জানান, রাতে পৌরসভা প্রাঙ্গণে একটি ফুচকার দোকানের সামনে অবস্থান করছিলেন সুজন মিয়া। সেখানে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। হত্যার কারণ এখনও স্পষ্ট হয়নি।

    তিনি আরও বলেন, ঘটনার পর স্থানীয়রা সুজন মিয়াকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

    মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আসামিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    ট্যাগস :

    নিউজটি শেয়ার করুন

    মৌলভীবাজারে আইনজীবী সুজন মিয়া ছুরিকাঘাতে নিহত

    আপডেট সময় ০৯:৩৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

    মৌলভীবাজার জেলা জজ আদালতের আইনজীবী সুজন মিয়াকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

    গত রোববার রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে ৪-৫ জন দুর্বৃত্ত সুজন মিয়ার ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

    সুজন মিয়া মৌলভীবাজার পৌর শহরের পূর্ব হিলালপুর গ্রামের বাসিন্দা এবং মো. জহিরুল ইসলামের ছেলে।

    মৌলভীবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মিনহাজ উদ্দিন জানান, রাতে পৌরসভা প্রাঙ্গণে একটি ফুচকার দোকানের সামনে অবস্থান করছিলেন সুজন মিয়া। সেখানে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। হত্যার কারণ এখনও স্পষ্ট হয়নি।

    তিনি আরও বলেন, ঘটনার পর স্থানীয়রা সুজন মিয়াকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

    মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আসামিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।