ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

    যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতিতে আত্মগোপনে হাজারো বাংলাদেশি

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ১২:৫৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
    • / ৩০২ বার পড়া হয়েছে

    প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প কঠোর অভিবাসন নীতি কার্যকর করেছেন, যার প্রভাব পড়েছে আমেরিকায় বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির ওপর। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৩১ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।

    এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৈধ কাগজপত্রবিহীন অনেক বাংলাদেশি আত্মগোপনে চলে গেছেন। ফলে বাংলাদেশি মালিকানাধীন দোকান ও রেস্তোরাঁয় কর্মচারী সংকট দেখা দিয়েছে।

    এক প্রবাসী জানান, বৈধ কাগজপত্রহীন বাংলাদেশিরা বেশিরভাগ কাজ করেন বাংলাদেশি রেস্তোরাঁয়। কিন্তু নতুন নীতির কারণে অনেকে কাজে যোগ দিচ্ছেন না, কারণ ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) হানার ভয়ে তারা বাসা থেকে বের হচ্ছেন না।

    কেউ কেউ আইনজীবীর সঙ্গে যোগাযোগ করছেন, আবার কেউ দেশে ফেরার পরিকল্পনা করছেন।

    বিশেষজ্ঞরা প্রবাসীদের আইনি প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন। তারা আশঙ্কা করছেন, এই বহিষ্কার অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও অনেক বাংলাদেশি ফেরত পাঠানো হতে পারে।

    ট্যাগস :

    নিউজটি শেয়ার করুন

    যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতিতে আত্মগোপনে হাজারো বাংলাদেশি

    আপডেট সময় ১২:৫৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

    প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প কঠোর অভিবাসন নীতি কার্যকর করেছেন, যার প্রভাব পড়েছে আমেরিকায় বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির ওপর। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৩১ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।

    এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৈধ কাগজপত্রবিহীন অনেক বাংলাদেশি আত্মগোপনে চলে গেছেন। ফলে বাংলাদেশি মালিকানাধীন দোকান ও রেস্তোরাঁয় কর্মচারী সংকট দেখা দিয়েছে।

    এক প্রবাসী জানান, বৈধ কাগজপত্রহীন বাংলাদেশিরা বেশিরভাগ কাজ করেন বাংলাদেশি রেস্তোরাঁয়। কিন্তু নতুন নীতির কারণে অনেকে কাজে যোগ দিচ্ছেন না, কারণ ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) হানার ভয়ে তারা বাসা থেকে বের হচ্ছেন না।

    কেউ কেউ আইনজীবীর সঙ্গে যোগাযোগ করছেন, আবার কেউ দেশে ফেরার পরিকল্পনা করছেন।

    বিশেষজ্ঞরা প্রবাসীদের আইনি প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন। তারা আশঙ্কা করছেন, এই বহিষ্কার অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও অনেক বাংলাদেশি ফেরত পাঠানো হতে পারে।