ভারতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ

- আপডেট সময় ০২:২০:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / ২৬৪ বার পড়া হয়েছে
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সংসদ সদস্য ও সাবেক সভাপতি রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে সোমবার সকালে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর বোন ও কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাসহ দলের কয়েকজন শীর্ষ নেতা পুলিশ হেফাজতে যান।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সকাল থেকে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ‘ইন্ডিয়া’ পার্লামেন্ট ভবনের সামনে থেকে নির্বাচন কমিশনের কার্যালয়ের উদ্দেশে মিছিল শুরু করে। তবে মিছিলটি রাস্তায় নামার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ব্যারিকেড দিয়ে পথ আটকে দিলে বিক্ষোভকারীদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়।
এ সময় রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী ছাড়াও বিরোধী দলের বেশ কয়েকজন এমপি ও নেতা রাস্তায় বসে স্লোগান দিতে থাকেন। তাদের চারপাশে বিপুলসংখ্যক দলীয় কর্মী পতাকা ও ব্যানার হাতে বিক্ষোভ চালিয়ে যান। পরে পুলিশ তাঁদের আটক করে নিয়ে যায়।
বিক্ষোভে অংশ নেওয়া বিরোধীরা অভিযোগ করেন, শাসক দল বিজেপির সঙ্গে আঁতাত করে নির্বাচন কমিশন ভোটার তালিকা কারসাজি ও নির্বাচনী জালিয়াতি করছে। যদিও নির্বাচন কমিশন সব অভিযোগ নাকচ করে বলেছে, তাদের প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের জন্যই পরিচালিত হচ্ছে।