লন্ডনে বাংলাদেশি তরুণের ওপর বর্ণবাদী হামলা, দুজনকে গ্রেপ্তার

- আপডেট সময় ০৩:৪৯:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / ২৫৮ বার পড়া হয়েছে
লন্ডনে হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি তরুণ।
অভিযোগ, তাঁর হিজাব পরা মাকে উদ্দেশ করে বর্ণবাদী মন্তব্যের প্রতিবাদ করায় এ হামলা ঘটে।
১০ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় হিথরো বিমানবন্দর এলাকার আশফোর্ডের চার্চ রোডে এ হামলার ঘটনা ঘটে।
আহত তরুণের নাম ইখতিয়ার মৃধা, বয়স ২১ বছর।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শ্বেতাঙ্গ এক বাবা ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইখতিয়ার গণমাধ্যমকে জানান, বিমানবন্দর থেকে মা ও ছোট ভাইকে নিয়ে বাসায় ফিরছিলেন তিনি।
পথে ছোট ভাইয়ের খাবার কেনার জন্য গাড়ি থামালে তাঁর মা নাহিদা আক্তার গাড়ি থেকে নামেন।
সে সময় ৪০ বছর বয়সী এক শ্বেতাঙ্গ তাঁর মাকে উদ্দেশ করে বর্ণবাদী মন্তব্য করেন।
প্রতিবাদ করলে ওই ব্যক্তি গাড়ি থেকে একটি ব্যাট বের করে ইখতিয়ারের মাথায় আঘাত করেন। হামলায় তাঁর বাবাও যোগ দেন।
এমনকি গাড়ি নিয়ে পালানোর সময় হামলাকারীরা নাহিদা আক্তারের ওপর গাড়ি তুলে দেওয়ার চেষ্টা করেন।
ইখতিয়ার টেনে মাকে সরিয়ে নিলে বড় দুর্ঘটনা এড়ানো যায়। পরে পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়।
ইখতিয়ারের মাকে হাসপাতালে ভর্তি করা হলে তাঁর মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়। চিকিৎসা শেষে পরদিন তিনি বাসায় ফেরেন।
হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া বাবা ও ছেলেকে আদালতে তোলা হবে আগামী ১৩ অক্টোবর।
ইখতিয়ার লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং খণ্ডকালীন চাকরিজীবী। তাঁর বাড়ি বাংলাদেশের বরিশাল জেলার গৌরনদী উপজেলায়।