ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

    লিন্ডসে লোহান আর নেটফ্লিক্সে অভিনয় করবেন না

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৪:৪৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
    • / ২৮০ বার পড়া হয়েছে

    লিন্ডসে লোহান নেটফ্লিক্সের দৌলতে সাম্প্রতিক বছরগুলোতে ক্যারিয়ারে দ্বিতীয় উত্থান পেয়েছেন। তিন বছর ধরে টানা তিনটি ছুটির আমেজের রোমান্টিক কমেডি করেছেন তিনি। ২০২২ সালের ‘ফলিং ফর ক্রিসমাস’, ২০২৪ সালের ‘আইরিশ উইশ’ এবং ‘আওয়ার লিটল সিক্রেট’ সিনেমাগুলো খুব ভালো দর্শক পেয়েছে। প্রতিটি ছবিই নেটফ্লিক্সের টপচার্টে উঠেছিল।

    তারমধ্যে ‘আওয়ার লিটল সিক্রেট’ প্রথম সপ্তাহেই ৩২.৪ মিলিয়ন ভিউ নিয়ে তার স্ট্রিমিং ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট।

    তবু লোহান সিদ্ধান্ত নিয়েছেন নেটফ্লিক্সে কাজ না করার। তিনি বলছেন, এখন সময় এসেছে নতুন কিছু ভাবার। এল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি সবসময় এমন সিনেমা করতে চাই যা মানুষকে খুশি করে। একতা তৈরি করে সবার মধ্যে। কিন্তু এখন ভাবছি, এটা তো চিরকাল করতে পারি না। নেটফ্লিক্সের জন্য কাজ করা দারুণ। তবে আর করব না আমি। নতুন কিছু ভাবতে চাই।

    এই ভাবনারই প্রতিফলন ঘটছে তার পরবর্তী প্রজেক্টে। জনপ্রিয় ২০০৩ সালের সিনেমা ‘ফ্রিকি ফ্রাইডে’র সিক্যুয়েল ‘ফ্রিকিয়ার ফ্রাইডে’ নিয়ে ফিরছেন লোহান। তার সঙ্গে থাকছেন আগের ছবির সহ-অভিনেত্রী জেমি লি কার্টিস। ডিজনির ব্যানারে তৈরি ছবিটি মুক্তি পাবে ৮ আগস্ট।

    সিক্যুয়েল নিয়ে লোহানের ভাষ্য, শুটিংটা ছিল খুবই মজার আর স্বচ্ছন্দ। ছবিটা দেখেও তাই লেগেছে। হালকা, প্রাণবন্ত আর দারুণ একটা অভিজ্ঞতা। আমি চাই দর্শকরাও সেই আনন্দটা অনুভব করুক।

    তবে শুধু সিনেমা নয়, এবার টিভিতেও পা রাখতে চলেছেন লোহান। ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, তিনি এখন ‘কাউন্ট মাই লাইস’ নামের একটি সিরিজে কাজ করছেন। এটি একই নামের উপন্যাস থেকে নির্মিত হতে যাচ্ছে। হুলুর প্রযোজনায় তৈরি হতে যাওয়া এই সিরিজে তিনি থাকবেন নির্বাহী প্রযোজকের ভূমিকাতেও।

    নিউজটি শেয়ার করুন

    লিন্ডসে লোহান আর নেটফ্লিক্সে অভিনয় করবেন না

    আপডেট সময় ০৪:৪৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

    লিন্ডসে লোহান নেটফ্লিক্সের দৌলতে সাম্প্রতিক বছরগুলোতে ক্যারিয়ারে দ্বিতীয় উত্থান পেয়েছেন। তিন বছর ধরে টানা তিনটি ছুটির আমেজের রোমান্টিক কমেডি করেছেন তিনি। ২০২২ সালের ‘ফলিং ফর ক্রিসমাস’, ২০২৪ সালের ‘আইরিশ উইশ’ এবং ‘আওয়ার লিটল সিক্রেট’ সিনেমাগুলো খুব ভালো দর্শক পেয়েছে। প্রতিটি ছবিই নেটফ্লিক্সের টপচার্টে উঠেছিল।

    তারমধ্যে ‘আওয়ার লিটল সিক্রেট’ প্রথম সপ্তাহেই ৩২.৪ মিলিয়ন ভিউ নিয়ে তার স্ট্রিমিং ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট।

    তবু লোহান সিদ্ধান্ত নিয়েছেন নেটফ্লিক্সে কাজ না করার। তিনি বলছেন, এখন সময় এসেছে নতুন কিছু ভাবার। এল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি সবসময় এমন সিনেমা করতে চাই যা মানুষকে খুশি করে। একতা তৈরি করে সবার মধ্যে। কিন্তু এখন ভাবছি, এটা তো চিরকাল করতে পারি না। নেটফ্লিক্সের জন্য কাজ করা দারুণ। তবে আর করব না আমি। নতুন কিছু ভাবতে চাই।

    এই ভাবনারই প্রতিফলন ঘটছে তার পরবর্তী প্রজেক্টে। জনপ্রিয় ২০০৩ সালের সিনেমা ‘ফ্রিকি ফ্রাইডে’র সিক্যুয়েল ‘ফ্রিকিয়ার ফ্রাইডে’ নিয়ে ফিরছেন লোহান। তার সঙ্গে থাকছেন আগের ছবির সহ-অভিনেত্রী জেমি লি কার্টিস। ডিজনির ব্যানারে তৈরি ছবিটি মুক্তি পাবে ৮ আগস্ট।

    সিক্যুয়েল নিয়ে লোহানের ভাষ্য, শুটিংটা ছিল খুবই মজার আর স্বচ্ছন্দ। ছবিটা দেখেও তাই লেগেছে। হালকা, প্রাণবন্ত আর দারুণ একটা অভিজ্ঞতা। আমি চাই দর্শকরাও সেই আনন্দটা অনুভব করুক।

    তবে শুধু সিনেমা নয়, এবার টিভিতেও পা রাখতে চলেছেন লোহান। ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, তিনি এখন ‘কাউন্ট মাই লাইস’ নামের একটি সিরিজে কাজ করছেন। এটি একই নামের উপন্যাস থেকে নির্মিত হতে যাচ্ছে। হুলুর প্রযোজনায় তৈরি হতে যাওয়া এই সিরিজে তিনি থাকবেন নির্বাহী প্রযোজকের ভূমিকাতেও।