ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

    শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে দুর্নীতির ৬ মামলার বিচার শুরু হবে বিশেষ জজ আদালতে

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৬:২৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
    • / ২৬৮ বার পড়া হয়েছে

    রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (২০ জুলাই) এসব মামলায় পলাতক আসামিদের বিরুদ্ধে প্রকাশিত গেজেটের ভিত্তিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এসব মামলা বিশেষ জজ আদালতে বদলির আদেশ দেন।

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানান, প্লট বরাদ্দে দুর্নীতির ছয়টি মামলায় আদালতের নির্দেশে গেজেট প্রকাশের কাজ সম্পন্ন হয়েছে। গেজেট অনুযায়ী, আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে রয়েছেন এবং তাদের শিগগির গ্রেপ্তারের সম্ভাবনা নেই বলেই আদালতের বিশ্বাস। ১৯৫৮ সালের ‘ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট’ এর ৬(১৩) ধারা অনুসারে আসামিরা নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায়, তাদের অনুপস্থিতিতেই বিচার চলবে।

    এ মামলাগুলোর বিচার শুরু হবে ঢাকার ১১টি বিশেষ জজ আদালয়ের যেকোনো একটিতে। দুদক জানায়, মামলাগুলোর অভিযোগপত্র ইতোমধ্যে আদালতে দাখিল করা হয়েছে এবং সব আসামির বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

    যেসব প্রভাবশালী ব্যক্তি এই মামলার আসামি হিসেবে আছেন, তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রেহানার অপর মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।

    এছাড়া মামলার আসামিদের মধ্যে রয়েছেন সরকারের উচ্চপদস্থ আমলা, রাজউকের সাবেক ও বর্তমান সদস্য ও কর্মকর্তা, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত সচিব, সাবেক প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর প্রাক্তন একান্ত সচিবও।

    উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে এসব দুর্নীতির ঘটনায় পৃথক ৬টি মামলা দায়ের করে দুদক। অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল প্রকল্পে অবৈধভাবে সরকারি প্লট বরাদ্দ নিয়ে বিপুল আর্থিক সুবিধা গ্রহণ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী এখন এই মামলাগুলোর বিচারিক কার্যক্রম বিশেষ জজ আদালতে শুরু হবে।

    নিউজটি শেয়ার করুন

    শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে দুর্নীতির ৬ মামলার বিচার শুরু হবে বিশেষ জজ আদালতে

    আপডেট সময় ০৬:২৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

    রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (২০ জুলাই) এসব মামলায় পলাতক আসামিদের বিরুদ্ধে প্রকাশিত গেজেটের ভিত্তিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এসব মামলা বিশেষ জজ আদালতে বদলির আদেশ দেন।

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানান, প্লট বরাদ্দে দুর্নীতির ছয়টি মামলায় আদালতের নির্দেশে গেজেট প্রকাশের কাজ সম্পন্ন হয়েছে। গেজেট অনুযায়ী, আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে রয়েছেন এবং তাদের শিগগির গ্রেপ্তারের সম্ভাবনা নেই বলেই আদালতের বিশ্বাস। ১৯৫৮ সালের ‘ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট’ এর ৬(১৩) ধারা অনুসারে আসামিরা নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায়, তাদের অনুপস্থিতিতেই বিচার চলবে।

    এ মামলাগুলোর বিচার শুরু হবে ঢাকার ১১টি বিশেষ জজ আদালয়ের যেকোনো একটিতে। দুদক জানায়, মামলাগুলোর অভিযোগপত্র ইতোমধ্যে আদালতে দাখিল করা হয়েছে এবং সব আসামির বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

    যেসব প্রভাবশালী ব্যক্তি এই মামলার আসামি হিসেবে আছেন, তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রেহানার অপর মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।

    এছাড়া মামলার আসামিদের মধ্যে রয়েছেন সরকারের উচ্চপদস্থ আমলা, রাজউকের সাবেক ও বর্তমান সদস্য ও কর্মকর্তা, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত সচিব, সাবেক প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর প্রাক্তন একান্ত সচিবও।

    উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে এসব দুর্নীতির ঘটনায় পৃথক ৬টি মামলা দায়ের করে দুদক। অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল প্রকল্পে অবৈধভাবে সরকারি প্লট বরাদ্দ নিয়ে বিপুল আর্থিক সুবিধা গ্রহণ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী এখন এই মামলাগুলোর বিচারিক কার্যক্রম বিশেষ জজ আদালতে শুরু হবে।