ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫

    সংসদের ১০০ আসনবিশিষ্ট উচ্চকক্ষে সদস্য মনোনয়ন হবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৭:১৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
    • / ২৬৯ বার পড়া হয়েছে

    জাতীয় সংসদে একটি উচ্চকক্ষ গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। নতুন উচ্চকক্ষটি হবে ১০০ আসনবিশিষ্ট, যার সদস্যরা মনোনীত হবেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে (Proportional Representation)। অর্থাৎ, জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলো যে অনুপাতে ভোট পাবে, সে অনুপাতে এই আসনগুলো বণ্টন করা হবে।

    বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের ২৩তম দিনের আলোচনা চলাকালে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এদিনই আলোচনা প্রক্রিয়ার সমাপ্তি টানতে চান বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

    আলোচনার শুরুতে আলী রীয়াজ বলেন, “আমরা চেষ্টা করব দ্রুত চূড়ান্ত সনদ প্রস্তুত করে আপনাদের হাতে তুলে দিতে। এর ভিত্তিতে স্বাক্ষর অনুষ্ঠানের পরিকল্পনাও করা হবে।” তিনি আরও আশা প্রকাশ করেন যে, আজকের মধ্যেই আলোচনা পর্বের সমাপ্তি টানা সম্ভব হবে।

    আলোচনা শেষে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে এবং যেসব বিষয়ে মতানৈক্য রয়ে গেছে, তার একটি পূর্ণাঙ্গ তালিকা দ্রুত দলগুলোর কাছে পাঠিয়ে দেওয়া হবে বলেও তিনি জানান।

    নিউজটি শেয়ার করুন

    সংসদের ১০০ আসনবিশিষ্ট উচ্চকক্ষে সদস্য মনোনয়ন হবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে

    আপডেট সময় ০৭:১৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

    জাতীয় সংসদে একটি উচ্চকক্ষ গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। নতুন উচ্চকক্ষটি হবে ১০০ আসনবিশিষ্ট, যার সদস্যরা মনোনীত হবেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে (Proportional Representation)। অর্থাৎ, জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলো যে অনুপাতে ভোট পাবে, সে অনুপাতে এই আসনগুলো বণ্টন করা হবে।

    বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের ২৩তম দিনের আলোচনা চলাকালে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এদিনই আলোচনা প্রক্রিয়ার সমাপ্তি টানতে চান বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

    আলোচনার শুরুতে আলী রীয়াজ বলেন, “আমরা চেষ্টা করব দ্রুত চূড়ান্ত সনদ প্রস্তুত করে আপনাদের হাতে তুলে দিতে। এর ভিত্তিতে স্বাক্ষর অনুষ্ঠানের পরিকল্পনাও করা হবে।” তিনি আরও আশা প্রকাশ করেন যে, আজকের মধ্যেই আলোচনা পর্বের সমাপ্তি টানা সম্ভব হবে।

    আলোচনা শেষে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে এবং যেসব বিষয়ে মতানৈক্য রয়ে গেছে, তার একটি পূর্ণাঙ্গ তালিকা দ্রুত দলগুলোর কাছে পাঠিয়ে দেওয়া হবে বলেও তিনি জানান।