ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

    সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন অর্থহীন: মৌলভীবাজারে আহ্বায়ক নাহিদ ইসলাম

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৫:৩৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
    • / ২৬৩ বার পড়া হয়েছে

    বিচার ও কাঠামোগত সংস্কার ছাড়া নির্বাচন শুধুই অর্থহীন প্রক্রিয়ায় পরিণত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

    শনিবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজার শহরের বেড়ির পাড় পয়েন্টে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। তিনি অভিযোগ করেন, “আমরা অন্তর্বর্তী সরকারের সময় অনেক স্বপ্ন দেখেছিলাম। কিন্তু সেই সব স্বপ্নকে একটিমাত্র দাবি, নির্বাচন—এইটুকুতে সীমিত করে ফেলা হয়েছে।”

    নাহিদ ইসলাম বলেন, “আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, যারা ভোটাধিকারের জন্য লড়াই করি, তারা নির্বাচন চাই। তবে সেই নির্বাচনের আগে বিচার এবং কাঠামোগত সংস্কার জরুরি। গণঅভ্যুত্থানের পর আমাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা ছিল আকাশচুম্বী। আমরা তরুণদের কর্মসংস্থানের জন্য, অর্থনৈতিক বৈষম্য বিলোপের জন্য, মানবিক মর্যাদার জন্য আন্দোলনে নেমেছিলাম। কিন্তু এখনো সেই দাবি বাস্তবায়ন হয়নি।”

    আঞ্চলিক প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “মৌলভীবাজার সীমান্তবর্তী জেলা। এর সঙ্গে আসাম ও ত্রিপুরার ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। আজ সেই সম্পর্ক হুমকির মুখে। আসামে হিন্দুত্ববাদী সরকারের এনআরসি আইনের মাধ্যমে মুসলমানদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করা হয়েছে। এসব বিষয়ে বাংলাদেশকেও সজাগ থাকতে হবে।”

    নাহিদ আরও বলেন, “আজ যে সব রাজনৈতিক গোষ্ঠী বাহাত্তরের সংবিধান রক্ষার কথা বলছে, তাদের ভুলে গেলে চলবে না, সেই সংবিধানই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে চাপা দিয়ে মুজিববাদ প্রতিষ্ঠার ভিত্তি গড়ে তোলে। আমরা এই চক্রান্ত থেকে বেরিয়ে আসতে চাই। জুলাইয়ের গণঅভ্যুত্থান আমাদের সে পথ দেখিয়েছে।”

    এ সময় এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সদস্য সচিব ডা. জাহেদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিশাল পদযাত্রা বের হয়, যাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নেতারা একযোগে ঘোষণা দেন, সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়—গণতন্ত্র চাই, কিন্তু সেটি হতে হবে জনগণের অধিকার নিশ্চিত করে।

    নিউজটি শেয়ার করুন

    সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন অর্থহীন: মৌলভীবাজারে আহ্বায়ক নাহিদ ইসলাম

    আপডেট সময় ০৫:৩৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

    বিচার ও কাঠামোগত সংস্কার ছাড়া নির্বাচন শুধুই অর্থহীন প্রক্রিয়ায় পরিণত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

    শনিবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজার শহরের বেড়ির পাড় পয়েন্টে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। তিনি অভিযোগ করেন, “আমরা অন্তর্বর্তী সরকারের সময় অনেক স্বপ্ন দেখেছিলাম। কিন্তু সেই সব স্বপ্নকে একটিমাত্র দাবি, নির্বাচন—এইটুকুতে সীমিত করে ফেলা হয়েছে।”

    নাহিদ ইসলাম বলেন, “আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, যারা ভোটাধিকারের জন্য লড়াই করি, তারা নির্বাচন চাই। তবে সেই নির্বাচনের আগে বিচার এবং কাঠামোগত সংস্কার জরুরি। গণঅভ্যুত্থানের পর আমাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা ছিল আকাশচুম্বী। আমরা তরুণদের কর্মসংস্থানের জন্য, অর্থনৈতিক বৈষম্য বিলোপের জন্য, মানবিক মর্যাদার জন্য আন্দোলনে নেমেছিলাম। কিন্তু এখনো সেই দাবি বাস্তবায়ন হয়নি।”

    আঞ্চলিক প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “মৌলভীবাজার সীমান্তবর্তী জেলা। এর সঙ্গে আসাম ও ত্রিপুরার ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। আজ সেই সম্পর্ক হুমকির মুখে। আসামে হিন্দুত্ববাদী সরকারের এনআরসি আইনের মাধ্যমে মুসলমানদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করা হয়েছে। এসব বিষয়ে বাংলাদেশকেও সজাগ থাকতে হবে।”

    নাহিদ আরও বলেন, “আজ যে সব রাজনৈতিক গোষ্ঠী বাহাত্তরের সংবিধান রক্ষার কথা বলছে, তাদের ভুলে গেলে চলবে না, সেই সংবিধানই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে চাপা দিয়ে মুজিববাদ প্রতিষ্ঠার ভিত্তি গড়ে তোলে। আমরা এই চক্রান্ত থেকে বেরিয়ে আসতে চাই। জুলাইয়ের গণঅভ্যুত্থান আমাদের সে পথ দেখিয়েছে।”

    এ সময় এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সদস্য সচিব ডা. জাহেদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিশাল পদযাত্রা বের হয়, যাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নেতারা একযোগে ঘোষণা দেন, সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়—গণতন্ত্র চাই, কিন্তু সেটি হতে হবে জনগণের অধিকার নিশ্চিত করে।