১০৩ কেজি হরিণের মাংসসহ এক ব্যক্তি আটক

- আপডেট সময় ০৯:৩৫:০৬ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / ২৫৫ বার পড়া হয়েছে
খুলনার কয়রায় প্রায় ১০৩ কেজি হরিণের মাংস, মাথা এবং হরিণ শিকারের ফাঁদসহ মিজানুর রহমান নামের এক ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড |
আজ সোমবার ১৫ সেপ্টেম্বর দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক মিজানুর রহমানের বাড়ি কয়রা উপজেলার আংটিহারা গ্রামে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার দিনগত রাত ১টার দিকে কয়রার কোস্ট গার্ড স্টেশনের একটি দল উপজেলার ছোট আংটিহারা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ওই এলাকা থেকে ১০৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা এবং হরিণ শিকারের প্রায় ৩০০ মিটারের ফাঁদসহ মিজানুর রহমানকে আটক করা হয়।
এতে আরও বলা হয়, পরবর্তীতে জব্দকৃত হরিণের মাংস, মাথা, শিকারের ফাঁদ ও আটক হওয়া মিজানুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রার আন্দারমানিক ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।