৫ হাজার টাকায় বিক্রি হলো ১ কেজি ৭০০ গ্রামের এক ইলিশ!

- আপডেট সময় ০১:১৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / ২৫৮ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকায় জেলে নাসির মাঝির জালে ধরা পড়েছে ১ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বিশাল আকারের ইলিশ। মাছটি রোববার (১৭ আগস্ট) সকালে ধরা পড়ে এবং নিলামে ৫ হাজার ১৭০ টাকায় বিক্রি হয়।
জেলে নাসির মাঝি জানান, সমুদ্রে জাল ফেলার পর এই একটি মাছই ধরা পড়েছে। বঙ্গোপসাগরে বড় আকারের ইলিশের সংখ্যা এখন কম, তবে তিনি যে মাছটি পেয়েছেন, সেটি বড় আকারের হওয়ায় ভালো দাম পেয়েছেন। এতে তিনি বেশ খুশি।
পরে মাছটি কুয়াকাটা মেয়র বাজারে আনা হলে রাসেল ফিসের মাধ্যমে নিলামে তোলা হয়। সেখানে স্থানীয় ব্যবসায়ী ছগির হোসেন ১ লাখ ২০ হাজার টাকা মণ দরে মাছটি কিনে নেন, যার মোট মূল্য দাঁড়ায় ৫ হাজার ১৭০ টাকা। ছগির হোসেন মাছটি ঢাকায় বিক্রি করবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, লাভের আশায় মাছটি কিনেছেন এবং সামান্য লাভ পেলেই বিক্রি করে দেবেন।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এই ধরনের বড় আকারের ইলিশ জেলেদের জন্য সুসংবাদ বয়ে আনে। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে। তিনি আরও বলেন, ইলিশের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং আশা করা যায় ভবিষ্যতে দাম আরও কমে আসবে।