অফিসার্স ক্লাবে পররাষ্ট্র সচিবসহ ৬ কর্মকর্তার সদস্য পদ স্থগিত

- আপডেট সময় ১০:০২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
- / ২৯৬ বার পড়া হয়েছে
দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পররাষ্ট্র সচিবসহ ৬ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে সদস্য পদ থেকে স্থগিত করেছে অফিসার্স ক্লাব ঢাকা। এই ঘটনা ইতিমধ্যে রাজধানীর উচ্চ মহলে আলোড়ন সৃষ্টি করেছে।
“অফিসার্স ক্লাব ঢাকার পক্ষ থেকে সোমবার এক বিজ্ঞপ্তি জারি করে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনসহ আরও পাঁচ সাবেক সচিবের সদস্য পদ সাময়িকভাবে বাতিলের ঘোষণা দেওয়া হয়।
ক্লাবের সাধারণ সম্পাদক এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই ছয় জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনৈতিক অপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছে।
পাশাপাশি, দুদকের চলমান মামলাও তাদের বিরুদ্ধে থাকায় ক্লাবের নিয়ম অনুযায়ী এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
“যাদের সদস্য পদ স্থগিত করা হয়েছে, তারা হলেন—
১. পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন,
২. সাবেক সচিব এম এ কাদের,
৩. সাবেক সচিব সিরাজুল হক খান,
৪. সাবেক জ্যেষ্ঠ সচিব ও পিএসসি সদস্য এস এম গোলাম ফারুক,
৫. দুদকের সাবেক কমিশনার জহিরুল হক,
এবং
৬. সাবেক সচিব ও নির্বাচন কমিশনার আনিসুর রহমান।”
ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার আমাদের জানান, ‘অফিসার্স ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী, কোনো সদস্য যদি নৈতিকতা বা আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত হন, তাহলে তার সদস্য পদ সাময়িক বা স্থায়ীভাবে বাতিল করা যায়। অভিযোগগুলো প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।