অসংক্রামক রোগ প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা জরুরি-প্রধান উপদেষ্টা

- আপডেট সময় ০১:২৯:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / ২৫৫ বার পড়া হয়েছে
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সুস্থ ও সবল প্রজন্ম গড়তে অসংক্রামক রোগ প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা অপরিহার্য।
বুধবার (২০ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ‘যৌথ ঘোষণাপত্র’ স্বাক্ষরকালে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, জাতীয় উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ তৈরি করা জরুরি। দক্ষ জনশক্তি ছাড়া কোনো দেশ বা ব্যক্তি কাঙ্ক্ষিত ফল পেতে পারে না। তিনি বলেন, বাংলাদেশে অসংক্রামক রোগের বিস্তার জটিল ও সংকটময় আকার ধারণ করেছে, যা জাতীয় স্বাস্থ্য ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ দিক। এটি কেবল স্বাস্থ্য খাতের সমস্যা নয়, বরং সামগ্রিক অর্থনীতি, সামাজিক নিরাপত্তা ও টেকসই উন্নয়নের সঙ্গেও নিবিড়ভাবে জড়িত।
প্রধান উপদেষ্টা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২২ সালের প্রতিবেদনের তথ্য উল্লেখ করে জানান, বাংলাদেশে মোট মৃত্যুর ৭১ শতাংশ ঘটে অসংক্রামক রোগের কারণে। এর মধ্যে ৫১ শতাংশ মৃত্যু ৭০ বছর বয়সের আগেই হয়, যাকে অকাল মৃত্যু হিসেবে ধরা হয়। তিনি বলেন, অসংক্রামক রোগের কারণে ব্যক্তিগত চিকিৎসা ব্যয় ৬৯ শতাংশ, যার সিংহভাগই এই রোগের চিকিৎসায় ব্যয় হয়। তিনি আরও বলেন, ক্যান্সারের মতো অসংক্রামক রোগে আক্রান্ত হলে পরিবারকে আর্থিক সংকটের মুখোমুখি হতে হয় এবং অনেক ক্ষেত্রে পরিবারগুলো সহায়হীন ও সম্বলহীন হয়ে পড়ে।
ড. ইউনূস বলেন, অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থাও জোরদার করা জরুরি। এই কাজটি কেবল স্বাস্থ্যসেবা বিভাগের পক্ষে একা করা সম্ভব নয়। এর জন্য খাদ্য, কৃষি, শিক্ষা, ক্রীড়া, স্থানীয় সরকার, গণপূর্তসহ সব মন্ত্রণালয়ের সহযোগিতা প্রয়োজন। তিনি বিশেষভাবে কিছু বিষয়ের ওপর গুরুত্ব দেন, যাতে প্রতিটি মন্ত্রণালয়ের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নিশ্চিত করা যায়।