আওয়ামী শাসনে সাংবাদিকতার ন্যূনতম চেষ্টাও দমন করা হতো: উপদেষ্টা আসিফ মাহমুদ

- আপডেট সময় ০১:২৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / ২৬৩ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের শাসনামলে সাংবাদিকতার ন্যূনতম প্রয়াসকেও দমন করা হতো বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (৭ জুলাই) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন,”হাসিনার সংবাদ সম্মেলনের ধরন ছিল ‘প্রশ্ন নয়, প্রশংসা করতে এসেছি’। অথচ যারা ন্যূনতম প্রশ্ন করার সাহস করতেন, তাদের ওপরই নির্যাতনের খড়গ নেমে আসত।
তিনি আরও বলেন, “জুলাইকে অনিবার্য করে তুলেছিল এমন অনেক কারণের একটি ছিল গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়া।” পোস্টটিতে তিনি শিল্পী দেবাশিস চক্রবর্তীর আঁকা ‘জুলাই প্রিলিউড সিরিজ’-এর ৯ ও ১০ নম্বর পোস্টার-এর কথা উল্লেখ করেন, যা গণমাধ্যমের স্বাধীনতাহীনতা ও চাটুকারিতা নিয়ে আঁকা হয়েছে।
আসিফ মাহমুদ আরও লেখেন,”শিল্পী দেবাশিস চক্রবর্তী জুলাই ২০২৪-এর অন্যতম যোদ্ধা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে তিনি ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এসব পোস্টার ডিজাইন করছেন। পোস্টারগুলোতে ফুটে উঠেছে কেন জুলাই অনিবার্য হয়ে উঠেছিল এবং সেই সময়ে কী ঘটেছিল।
তিনি বলেন, আওয়ামী লীগ আমলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ‘লাগামহীন ও অবিশ্বাস্য মাত্রার লুটপাট’ চালানো হয়েছে, যা সেই শাসনামলের একটি বড় নিদর্শন। এই থিমকে ভিত্তি করেই শিল্পী দেবাশিস ‘জুলাই প্রিলিউড সিরিজ’-এর ৫ থেকে ৮ নম্বর পোস্টার এঁকেছেন।
পোস্টের শেষ অংশে তিনি জানান,
শুরুতে ১০টি পোস্টার প্রকাশের পরিকল্পনা থাকলেও, জনসাধারণের আগ্রহ ও অনুপ্রেরণায় দেবাশিস চক্রবর্তী পোস্টারের সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।” প্রত্যেকটি পোস্টারে তুলে ধরা হয়েছে জুলাইয়ে কী ঘটেছিল এবং কেন সেটি ছিল সময়ের দাবি।