আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৮০০, আহত আড়াই হাজার

- আপডেট সময় ০৪:৩২:৫২ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / ২৫৭ বার পড়া হয়েছে
আফগানিস্তানের পূর্বাঞ্চলে গভীর রাতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৮০০ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় আড়াই হাজার মানুষ। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কুনার প্রদেশে। ধ্বংসস্তূপে এখনও শত শত মানুষ চাপা পড়ে আছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
রোববার গভীর রাতে ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির পূর্বাঞ্চল। সোমবার (১ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে আফগান সরকারের মুখপাত্র মৌলভি জাবিহুল্লাহ মুজাহিদ নিহত ও আহতের হালনাগাদ সংখ্যা নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয় গণমাধ্যম টোলোনিউজ প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, কুনারের মাজার ভ্যালিতে শত শত ঘরবাড়ি ধসে পড়েছে। সেখানে নারী, শিশু ও প্রবীণরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তারা জানান, বাইরের সহায়তা ছাড়া জীবিতদের উদ্ধার করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
ভয়াবহ এই প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছে আফগানিস্তানে অবস্থিত জাতিসংঘ কার্যালয়। এক বিবৃতিতে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তা পাঠানো হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, “পূর্ব আফগানিস্তানে বিধ্বংসী ভূমিকম্প শত শত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।”
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। এক পোস্টে তিনি বলেন, “আফগানিস্তানের মানুষের পাশে আছি। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”