ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

    আবারও বাংলাদেশিদের ফেরত পাঠাল মালয়েশিয়া, এবার সংখ্যা ১২৩

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০১:৩৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
    • / ২৫৭ বার পড়া হয়েছে

    প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে ১২৩ বাংলাদেশিসহ মোট ১৯৮ জন বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

    মালয়েশিয়ান গণমাধ্যম মালয় মেইল–এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরের টার্মিনাল ১ থেকে আটক করা হয় ১২৮ জনকে। তাদের মধ্যে ১২৩ জন বাংলাদেশি, দুজন পাকিস্তানি, দুজন ইন্দোনেশীয় এবং একজন সিরিয়ান নাগরিক রয়েছেন। অন্যদিকে টার্মিনাল ২ থেকে ফেরত পাঠানো ৭০ জনের মধ্যে রয়েছেন ৫১ জন ইন্দোনেশীয়, ১৩ জন ভারতীয়, চারজন পাকিস্তানি এবং দুইজন ভিয়েতনামি নাগরিক।

    মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (AKSEM)-এর মহাপরিচালক দাতুক সেরি মোহাম্মদ শুহাইলি মোহাম্মদ জেইন এক বিবৃতিতে বলেন, এসব ব্যক্তিকে ‘নট টু ল্যান্ড’ (NTL) নীতির আওতায় বহিষ্কার করা হচ্ছে। তারা দেশটিতে প্রবেশের মৌলিক শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছেন। যেমন—যথেষ্ট আর্থিক সামর্থ্য প্রমাণ করতে না পারা, হোটেল বুকিং না থাকা কিংবা ভ্রমণের উদ্দেশ্য যথাযথভাবে উপস্থাপন করতে না পারা ইত্যাদি।

    তিনি আরও বলেন, মালয়েশিয়াকে যেন অবৈধ অভিবাসীদের ট্রানজিট হাবে পরিণত করা না যায়, সে লক্ষ্যেই এই অভিযান অব্যাহত থাকবে। নিয়মিত তল্লাশির অংশ হিসেবেই বিমানবন্দরে এই অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা চলবে। প্রসঙ্গত, এর আগে গত ১১ জুলাই একই ধরনের অভিযানে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল।

    নিউজটি শেয়ার করুন

    আবারও বাংলাদেশিদের ফেরত পাঠাল মালয়েশিয়া, এবার সংখ্যা ১২৩

    আপডেট সময় ০১:৩৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

    প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে ১২৩ বাংলাদেশিসহ মোট ১৯৮ জন বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

    মালয়েশিয়ান গণমাধ্যম মালয় মেইল–এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরের টার্মিনাল ১ থেকে আটক করা হয় ১২৮ জনকে। তাদের মধ্যে ১২৩ জন বাংলাদেশি, দুজন পাকিস্তানি, দুজন ইন্দোনেশীয় এবং একজন সিরিয়ান নাগরিক রয়েছেন। অন্যদিকে টার্মিনাল ২ থেকে ফেরত পাঠানো ৭০ জনের মধ্যে রয়েছেন ৫১ জন ইন্দোনেশীয়, ১৩ জন ভারতীয়, চারজন পাকিস্তানি এবং দুইজন ভিয়েতনামি নাগরিক।

    মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (AKSEM)-এর মহাপরিচালক দাতুক সেরি মোহাম্মদ শুহাইলি মোহাম্মদ জেইন এক বিবৃতিতে বলেন, এসব ব্যক্তিকে ‘নট টু ল্যান্ড’ (NTL) নীতির আওতায় বহিষ্কার করা হচ্ছে। তারা দেশটিতে প্রবেশের মৌলিক শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছেন। যেমন—যথেষ্ট আর্থিক সামর্থ্য প্রমাণ করতে না পারা, হোটেল বুকিং না থাকা কিংবা ভ্রমণের উদ্দেশ্য যথাযথভাবে উপস্থাপন করতে না পারা ইত্যাদি।

    তিনি আরও বলেন, মালয়েশিয়াকে যেন অবৈধ অভিবাসীদের ট্রানজিট হাবে পরিণত করা না যায়, সে লক্ষ্যেই এই অভিযান অব্যাহত থাকবে। নিয়মিত তল্লাশির অংশ হিসেবেই বিমানবন্দরে এই অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা চলবে। প্রসঙ্গত, এর আগে গত ১১ জুলাই একই ধরনের অভিযানে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল।