ঢাকা ০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

    আবু সাঈদ হত্যা মামলায় ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ১১:৪৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
    • / ২৫৬ বার পড়া হয়েছে

    রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ছয় আসামিকে মঙ্গলবার (২৯ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাদের আদালতে আনা হয়।

    হাজির হওয়া আসামিদের মধ্যে রয়েছেন এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীসহ ছয়জন। এর আগের দিন সোমবার (২৮ জুলাই) মামলার অভিযোগ গঠনের ওপর রাষ্ট্রপক্ষের শুনানি সম্পন্ন হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের নেতৃত্বে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। প্রায় দুই ঘণ্টাব্যাপী শুনানিতে তিনি মামলার সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ আদালতের সামনে তুলে ধরেন। পরে আসামিপক্ষের শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়।

    এই মামলায় মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ২৪ জন এখনো পলাতক। তাদের গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও কেউ আদালতে হাজির হয়নি। ট্রাইব্যুনাল-২ ইতোমধ্যে পলাতকদের পক্ষে চারজন আইনজীবীকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দিয়েছে।

    ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে বিচারিক প্যানেলে রয়েছেন বিচারপতি মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। তারা জানিয়েছেন, পলাতক আসামিদের অনুপস্থিতিতেই বিচারকাজ চলবে।
    প্রসঙ্গত, ১৩ জুলাই অন্য মামলায় গ্রেপ্তার রাসেল ও পারভেজকে আদালতে হাজিরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। ৩০ জুন মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয় এবং পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হয় ২৪ জুন।

    আবু সাঈদের পরিবার ও মানবাধিকার কর্মীদের দাবি, বিচার দ্রুত সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

    নিউজটি শেয়ার করুন

    আবু সাঈদ হত্যা মামলায় ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির

    আপডেট সময় ১১:৪৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

    রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ছয় আসামিকে মঙ্গলবার (২৯ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাদের আদালতে আনা হয়।

    হাজির হওয়া আসামিদের মধ্যে রয়েছেন এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীসহ ছয়জন। এর আগের দিন সোমবার (২৮ জুলাই) মামলার অভিযোগ গঠনের ওপর রাষ্ট্রপক্ষের শুনানি সম্পন্ন হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের নেতৃত্বে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। প্রায় দুই ঘণ্টাব্যাপী শুনানিতে তিনি মামলার সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ আদালতের সামনে তুলে ধরেন। পরে আসামিপক্ষের শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়।

    এই মামলায় মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ২৪ জন এখনো পলাতক। তাদের গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও কেউ আদালতে হাজির হয়নি। ট্রাইব্যুনাল-২ ইতোমধ্যে পলাতকদের পক্ষে চারজন আইনজীবীকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দিয়েছে।

    ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে বিচারিক প্যানেলে রয়েছেন বিচারপতি মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। তারা জানিয়েছেন, পলাতক আসামিদের অনুপস্থিতিতেই বিচারকাজ চলবে।
    প্রসঙ্গত, ১৩ জুলাই অন্য মামলায় গ্রেপ্তার রাসেল ও পারভেজকে আদালতে হাজিরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। ৩০ জুন মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয় এবং পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হয় ২৪ জুন।

    আবু সাঈদের পরিবার ও মানবাধিকার কর্মীদের দাবি, বিচার দ্রুত সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।