ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

    আবু সাঈদ হত্যার বিচার এই সরকারের আমলেই সম্পন্ন হবে-আইন উপদেষ্টা

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৬:৫০:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
    • / ২৫৮ বার পড়া হয়েছে

    আন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলেই শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে বলে আশ্বাস দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (১৬ জুলাই) দুপুরে শহীদ আবু সাঈদের শাহাদতবার্ষিকী ও ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

    আলোচনায় ড. আসিফ নজরুল বলেন, “গণতান্ত্রিক আন্দোলনে বহু মানুষ নানা ভাবে প্রাণ হারিয়েছেন, কিন্তু আবু সাঈেদের মতো এমন নির্মম মৃত্যু কেউ বরণ করেননি। তাঁর আত্মত্যাগে অনুপ্রাণিত হয়ে ইতোমধ্যেই এক হাজারের বেশি তরুণ নিজেদের জীবন উৎসর্গ করেছে।” তিনি আবেগভরে প্রশ্ন তোলেন, “আমাদের কি এই আত্মদানের যথাযথ স্বীকৃতি ও সম্মান দেওয়ার সাধ্য আছে? হয়তো নেই, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি।”

    আইন উপদেষ্টা আরও বলেন, “এই হত্যাকাণ্ডের জন্য স্পষ্টভাবে দায়ী দু’জন পুলিশ কনস্টেবলকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিচার কার্যক্রম শুরু হয়েছে। কোনো ধরনের গাফিলতি ছাড়া এই বিচার কাজ পূর্ণ গতিতে এগিয়ে চলছে। আমি নিশ্চিতভাবে বলতে পারি, এই সরকারের আমলেই দেশের মানুষ আবু সাঈদের হত্যার বিচার দেখতে পাবে।”

    আসিফ নজরুল বলেন, “শেখ হাসিনা সবসময় তার বাবার মৃত্যুর কথা বলে থাকেন। অথচ তার বাবার হত্যার বিচার করতেই সময় লেগেছে সাড়ে তিন বছর। আমরা সেই ধরনের দায়সারা বিচার করতে চাই না। আমরা এমন একটি বিচার করতে চাই যা দেশে-বিদেশে সবার কাছে গ্রহণযোগ্য হবে।”

    আবু সাঈদের মৃত্যুতে নিজের আবেগ ও অনুভূতির কথাও তুলে ধরেন আইন উপদেষ্টা। তিনি বলেন, “১৬ জুলাই নয়, আমি এই ঘটনা দেখেছি ১৭ জুলাই বিকেলে। যখন আবু সাঈেদের মৃত্যু দেখলাম, তখন একজন অভিভাবক হিসেবে আমি স্থির থাকতে পারিনি। মনে হয়েছিল, আমাদের ভয় পাওয়ার কিছু নেই আর। আবু সাঈদের আদর্শ ছিল সত্য ও ন্যায়ের পক্ষে, এবং সে নিজের মৃত্যু সম্পর্কে সম্পূর্ণ প্রস্তুত ছিল।”

    বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। সভায় সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকত আলী। অনুষ্ঠানজুড়ে আবু সাঈদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাঁকে একটি নতুন প্রজন্মের প্রতীক হিসেবে তুলে ধরা হয়।

    নিউজটি শেয়ার করুন

    আবু সাঈদ হত্যার বিচার এই সরকারের আমলেই সম্পন্ন হবে-আইন উপদেষ্টা

    আপডেট সময় ০৬:৫০:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

    আন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলেই শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে বলে আশ্বাস দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (১৬ জুলাই) দুপুরে শহীদ আবু সাঈদের শাহাদতবার্ষিকী ও ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

    আলোচনায় ড. আসিফ নজরুল বলেন, “গণতান্ত্রিক আন্দোলনে বহু মানুষ নানা ভাবে প্রাণ হারিয়েছেন, কিন্তু আবু সাঈেদের মতো এমন নির্মম মৃত্যু কেউ বরণ করেননি। তাঁর আত্মত্যাগে অনুপ্রাণিত হয়ে ইতোমধ্যেই এক হাজারের বেশি তরুণ নিজেদের জীবন উৎসর্গ করেছে।” তিনি আবেগভরে প্রশ্ন তোলেন, “আমাদের কি এই আত্মদানের যথাযথ স্বীকৃতি ও সম্মান দেওয়ার সাধ্য আছে? হয়তো নেই, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি।”

    আইন উপদেষ্টা আরও বলেন, “এই হত্যাকাণ্ডের জন্য স্পষ্টভাবে দায়ী দু’জন পুলিশ কনস্টেবলকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিচার কার্যক্রম শুরু হয়েছে। কোনো ধরনের গাফিলতি ছাড়া এই বিচার কাজ পূর্ণ গতিতে এগিয়ে চলছে। আমি নিশ্চিতভাবে বলতে পারি, এই সরকারের আমলেই দেশের মানুষ আবু সাঈদের হত্যার বিচার দেখতে পাবে।”

    আসিফ নজরুল বলেন, “শেখ হাসিনা সবসময় তার বাবার মৃত্যুর কথা বলে থাকেন। অথচ তার বাবার হত্যার বিচার করতেই সময় লেগেছে সাড়ে তিন বছর। আমরা সেই ধরনের দায়সারা বিচার করতে চাই না। আমরা এমন একটি বিচার করতে চাই যা দেশে-বিদেশে সবার কাছে গ্রহণযোগ্য হবে।”

    আবু সাঈদের মৃত্যুতে নিজের আবেগ ও অনুভূতির কথাও তুলে ধরেন আইন উপদেষ্টা। তিনি বলেন, “১৬ জুলাই নয়, আমি এই ঘটনা দেখেছি ১৭ জুলাই বিকেলে। যখন আবু সাঈেদের মৃত্যু দেখলাম, তখন একজন অভিভাবক হিসেবে আমি স্থির থাকতে পারিনি। মনে হয়েছিল, আমাদের ভয় পাওয়ার কিছু নেই আর। আবু সাঈদের আদর্শ ছিল সত্য ও ন্যায়ের পক্ষে, এবং সে নিজের মৃত্যু সম্পর্কে সম্পূর্ণ প্রস্তুত ছিল।”

    বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। সভায় সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকত আলী। অনুষ্ঠানজুড়ে আবু সাঈদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাঁকে একটি নতুন প্রজন্মের প্রতীক হিসেবে তুলে ধরা হয়।