আবেগী শুরু ও বর্ণবাদী আচরণের জবাবে লিভারপুলের ৪-২ গোলের জয়

- আপডেট সময় ১২:১৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
- / ২৫২ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুটা হয়েছে আবেগঘন এক মুহূর্ত দিয়ে। ম্যাচ শুরুর আগে প্রয়াত ফুটবলার দিয়েগো জোতাকে স্মরণ করেছেন ফুটবলার ও দর্শকরা। তবে মাঠের খেলায় দেখা গেছে পুরোদমে রোমাঞ্চকর এক ফুটবল প্যাকেজ, যেখানে শেষ হাসি হেসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল। এই ম্যাচে বর্ণবাদী আচরণের শিকার হয়েও এর জবাব গোল করে দিয়েছেন বোর্নমাউথের ফরোয়ার্ড অ্যান্তোইন সেমেনিও।
শুক্রবার রাতে অ্যানফিল্ডে ২০২৫-২৬ মৌসুমের প্রথম ম্যাচে আর্নে স্লটের লিভারপুল ২-০ গোলে এগিয়ে থেকেও স্বস্তি পাচ্ছিল না। কিন্তু শেষ পর্যন্ত তারা নিজেদের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনে। ৪-২ গোলের এই দারুণ জয়ে লিভারপুলের পক্ষে গোল করেন অভিষিক্ত হুগো একিতিকে, কোডি গাকপো, ফেদরিকো চিয়েসা ও মোহামেদ সালাহ। অন্যদিকে, বোর্নমাউথের দুটি গোলই করেছেন সেমেনিও।
ম্যাচের শুরুতে, এক মাস আগে স্পেনে গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুলের তারকা জোতাকে স্মরণ করে পুরো অ্যানফিল্ড স্টেডিয়াম। এরপর খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পর দর্শকদের মধ্যে থেকে বর্ণবাদী আচরণ দেখা যায়, যার শিকার হন বোর্নমাউথের ঘানাইয়ান স্ট্রাইকার সেমেনিও। এই অপ্রত্যাশিত ঘটনার কারণে খেলা কিছুক্ষণ বন্ধ ছিল এবং উভয় দলের অধিনায়ক ও কোচরা বিষয়টি নিয়ে কথা বলতে থাকেন।
বর্ণবাদী আচরণে ক্ষুব্ধ হয়ে সেমেনিও ৬৪ মিনিটে সতীর্থের বাড়ানো বলে গোল করে ব্যবধান কমান। এরপর ৭৬ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শট নিয়ে নিজের দ্বিতীয় গোল করে বোর্নমাউথকে সমতায় ফেরান এই ঘানার ফুটবলার।
ম্যাচের ৩৭তম মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন অভিষিক্ত একিতিকে। অ্যালেক্সিস ম্যাক-আলিস্টারের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বক্সে ঢুকে তিনি গোলটি করেন। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে একিতিকের পাস থেকে লক্ষ্যভেদ করে ব্যবধান দ্বিগুণ করেন ডাচ ফরোয়ার্ড কোডি গাকপো।
তবে খেলার নাটকীয়তা তখনও শেষ হয়নি। সেমেনিওর জোড়া গোলে সমতায় ফেরা বোর্নমাউথের বিপক্ষে লিভারপুলকে আবারও এগিয়ে দেন বদলি খেলোয়াড় ফেদরিকো চিয়েসা। ৮৮ মিনিটে বক্সে ঢুকে ভলিতে তিনি গোলটি করেন। এরপর শেষ পেরেকটি ঠোকেন মোহামেদ সালাহ, সতীর্থের ক্রস নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে শটে জালে বল পাঠান।
এই গোলের মাধ্যমে সালাহ প্রিমিয়ার লিগে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা (১৮৭) হিসেবে অ্যান্ড্রু কোলের পাশে চলে এসেছেন। এছাড়াও, প্রিমিয়ার লিগে দলের প্রথম ম্যাচে এটি তার দশম গোল, যা তাকে এই তালিকার শীর্ষে স্থান করে দিয়েছে।