আমিরের উপস্থিতিতে ৭ দফা দাবিতে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ শুরু

- আপডেট সময় ০৪:৩৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
- / ২৬০ বার পড়া হয়েছে
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ শুরু হয়েছে সাত দফা দাবির ভিত্তিতে। জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালু, জুলাই মাসে সংঘটিত গণহত্যার দৃশ্যমান বিচার এবং নির্বাচনের পূর্বে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছে দলটি।
শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশের মূল পর্ব। তবে তার অনেক আগে থেকেই জমে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান। সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়, যা উপস্থাপন করেন সাইফুল্লাহ মানসুর এবং পরিচালনা করে সাইমুম শিল্পী গোষ্ঠী।
দলটির আমির ডা. শফিকুর রহমান মঞ্চে উপস্থিত হওয়ার পর সমাবেশের পরিবেশ আরও উত্তাল হয়ে ওঠে। পুরো সোহরাওয়ার্দী উদ্যান ছিল কানায় কানায় পূর্ণ। অতিরিক্ত ভিড় সামলাতে অনেকে উদ্যানের বাইরেও অবস্থান নেন। নেতাকর্মীদের হাতে ছিল দলীয় প্রতীক দাঁড়িপাল্লা। অনেকেই দাঁড়িপাল্লা ও মনোগ্রাম সম্বলিত টি-শার্ট ও পাঞ্জাবি পরে অংশগ্রহণ করেন, যা পুরো সমাবেশজুড়ে একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী চিত্র ফুটিয়ে তোলে।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে, তাদের সাত দফা দাবির মধ্যে রয়েছে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, অতীতের সব গণহত্যার বিচার, মৌলিক রাজনৈতিক সংস্কার, ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের পুনর্বাসন, প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত এবং জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি প্রবর্তন।
স্বাধীনতা-পরবর্তী সময়ে এই প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে এককভাবে জাতীয় সমাবেশ করছে জামায়াতে ইসলামী, যা দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে বিশ্লেষকদের অভিমত।