ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫

    আমি বিশ্বাস করি ধর্ম, দর্শন ও মত যার যার হলেও, রাষ্ট্র সবার- তারেক রহমান

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৭:১৯:১২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
    • / ২৬৩ বার পড়া হয়েছে

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক মতভেদ ভুলে দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় র‌্যালি উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান।

    তারেক রহমান বলেন, “রাজনৈতিক দলের সদস্যদের বলতে চাই—বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকবে, তবে সেই মতভেদ আলোচনার মাধ্যমে নিরসন করতে হবে। জাতীয় কোনো ইস্যুতে, বিশেষ করে গণতন্ত্রের প্রশ্নে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক এমন না হয় যে মুখ দেখাদেখিও বন্ধ হয়ে যায়। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন, কারণ আমি বিশ্বাস করি—ধর্ম, দর্শন ও মত যার যার হলেও, রাষ্ট্র সবার।”

    তিনি বলেন, দেশের কল্যাণে কাজ করতে হলে সকলের সহযোগিতা ও সমর্থন প্রয়োজন। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় দেশের নাগরিকদের আরও সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান জানান বিএনপির এ নেতা। তারেক রহমান বলেন, “নিরাপদ বাংলাদেশ গড়তে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়। ফ্যাসিবাদের সময়ে আমরা নিরাপদ ছিলাম না—আমাদের সন্তানরা নিরাপদ ছিল না, আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। বর্বরতা ছড়িয়ে পড়েছিল পুরো বাংলাদেশে। কারণ, তখন দেশে গণতন্ত্র ও আইনের শাসন ছিল না।”

    তিনি আরও বলেন, চলমান রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একটি বিরল সুযোগ এসেছে। চব্বিশের আন্দোলনের যে উত্তাল ঢেউ সৃষ্টি হয়েছে, তা কাজে লাগিয়ে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ পাবে না। দেশকে কেউ তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না, আর কোনো রক্তাক্ত চব্বিশ দেখতে হবে না।

    বিজয় র‌্যালি প্রসঙ্গে তারেক রহমান বলেন, “পতিত ও পলাতক ফ্যাসিস্টদের শাসনে দেশে এক অন্ধকারের যুগ কায়েম হয়েছিল। আজকের বিজয় মিছিল সেই অন্ধকার ভেদ করে আলোয় যাওয়ার যাত্রা। এটি গণতন্ত্র পুনরুদ্ধারের পথে আমাদের সাহসী অঙ্গীকার।”

    নিউজটি শেয়ার করুন

    আমি বিশ্বাস করি ধর্ম, দর্শন ও মত যার যার হলেও, রাষ্ট্র সবার- তারেক রহমান

    আপডেট সময় ০৭:১৯:১২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক মতভেদ ভুলে দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় র‌্যালি উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান।

    তারেক রহমান বলেন, “রাজনৈতিক দলের সদস্যদের বলতে চাই—বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকবে, তবে সেই মতভেদ আলোচনার মাধ্যমে নিরসন করতে হবে। জাতীয় কোনো ইস্যুতে, বিশেষ করে গণতন্ত্রের প্রশ্নে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক এমন না হয় যে মুখ দেখাদেখিও বন্ধ হয়ে যায়। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন, কারণ আমি বিশ্বাস করি—ধর্ম, দর্শন ও মত যার যার হলেও, রাষ্ট্র সবার।”

    তিনি বলেন, দেশের কল্যাণে কাজ করতে হলে সকলের সহযোগিতা ও সমর্থন প্রয়োজন। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় দেশের নাগরিকদের আরও সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান জানান বিএনপির এ নেতা। তারেক রহমান বলেন, “নিরাপদ বাংলাদেশ গড়তে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়। ফ্যাসিবাদের সময়ে আমরা নিরাপদ ছিলাম না—আমাদের সন্তানরা নিরাপদ ছিল না, আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। বর্বরতা ছড়িয়ে পড়েছিল পুরো বাংলাদেশে। কারণ, তখন দেশে গণতন্ত্র ও আইনের শাসন ছিল না।”

    তিনি আরও বলেন, চলমান রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একটি বিরল সুযোগ এসেছে। চব্বিশের আন্দোলনের যে উত্তাল ঢেউ সৃষ্টি হয়েছে, তা কাজে লাগিয়ে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ পাবে না। দেশকে কেউ তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না, আর কোনো রক্তাক্ত চব্বিশ দেখতে হবে না।

    বিজয় র‌্যালি প্রসঙ্গে তারেক রহমান বলেন, “পতিত ও পলাতক ফ্যাসিস্টদের শাসনে দেশে এক অন্ধকারের যুগ কায়েম হয়েছিল। আজকের বিজয় মিছিল সেই অন্ধকার ভেদ করে আলোয় যাওয়ার যাত্রা। এটি গণতন্ত্র পুনরুদ্ধারের পথে আমাদের সাহসী অঙ্গীকার।”