ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

    আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে : পুলিশের মহাপরিদর্শক

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৫:২০:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
    • / ২৫৫ বার পড়া হয়েছে

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি জোরদারে প্রধান উপদেষ্টার নেতৃত্বে দ্বিতীয় দফায় উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    তিনি বলেন, নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। এর আগে এমন একটি বৈঠক হয়েছিল, আর তারই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় বৈঠক হলো। এবারের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
    বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল তিন বাহিনী ও প্রশাসনের মধ্যে সমন্বয়। সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে দ্রুত ও কার্যকর কো-অর্ডিনেশন গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে। স্থানীয় এবং জাতীয় পর্যায়ে এই সমন্বয় নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা এসেছে।

    শফিকুল আলম আরও জানান, নির্বাচনকে ঘিরে পুলিশের প্রস্তুতির বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। পুলিশের মহাপরিদর্শক বৈঠকে জানান, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসজুড়ে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে, যা পুরো নির্বাচনি কাঠামোকে শক্তিশালী করবে।

    তিনি বলেন, “ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে প্রচুর মিসইনফরমেশন ছড়ানো হয়েছে, এবং আশঙ্কা করা হচ্ছে, সামনে তা আরও বাড়বে। এই পরিস্থিতি মোকাবিলায় একটি ‘ন্যাশনাল ইনফরমেশন সেন্টার’ গঠনের পরিকল্পনা রয়েছে। এই সেন্টার বিভ্রান্তিকর তথ্য শনাক্ত ও প্রতিরোধে কাজ করবে।”

    ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, নির্বাচনকে ঘিরে সব অংশীজনের মধ্যে সমন্বিত ও কার্যকর যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা। জনমনে আস্থা ফিরিয়ে আনতে এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রশাসনিক ও নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি আরও জোরদার করা হবে।

    নিউজটি শেয়ার করুন

    আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে : পুলিশের মহাপরিদর্শক

    আপডেট সময় ০৫:২০:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি জোরদারে প্রধান উপদেষ্টার নেতৃত্বে দ্বিতীয় দফায় উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    তিনি বলেন, নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। এর আগে এমন একটি বৈঠক হয়েছিল, আর তারই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় বৈঠক হলো। এবারের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
    বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল তিন বাহিনী ও প্রশাসনের মধ্যে সমন্বয়। সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে দ্রুত ও কার্যকর কো-অর্ডিনেশন গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে। স্থানীয় এবং জাতীয় পর্যায়ে এই সমন্বয় নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা এসেছে।

    শফিকুল আলম আরও জানান, নির্বাচনকে ঘিরে পুলিশের প্রস্তুতির বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। পুলিশের মহাপরিদর্শক বৈঠকে জানান, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসজুড়ে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে, যা পুরো নির্বাচনি কাঠামোকে শক্তিশালী করবে।

    তিনি বলেন, “ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে প্রচুর মিসইনফরমেশন ছড়ানো হয়েছে, এবং আশঙ্কা করা হচ্ছে, সামনে তা আরও বাড়বে। এই পরিস্থিতি মোকাবিলায় একটি ‘ন্যাশনাল ইনফরমেশন সেন্টার’ গঠনের পরিকল্পনা রয়েছে। এই সেন্টার বিভ্রান্তিকর তথ্য শনাক্ত ও প্রতিরোধে কাজ করবে।”

    ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, নির্বাচনকে ঘিরে সব অংশীজনের মধ্যে সমন্বিত ও কার্যকর যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা। জনমনে আস্থা ফিরিয়ে আনতে এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রশাসনিক ও নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি আরও জোরদার করা হবে।