ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইউলিয়া সিভিরিদেঙ্কোর নাম প্রস্তাব জেলেনস্কির

- আপডেট সময় ১১:৫৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / ২৫৯ বার পড়া হয়েছে
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে তিন বছর ধরে চলা যুদ্ধে বিপর্যস্ত ইউক্রেনে রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বর্তমান অর্থমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কোর নাম ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাব করেছেন।
গতকাল সোমবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, “আমি ইউক্রেন সরকারকে নেতৃত্ব দেওয়ার জন্য এবং এর কার্যক্রম নতুনভাবে শুরু করতে ইউলিয়া সিভিরিদেঙ্কোর নাম সুপারিশ করেছি। আমি শিগগিরই নতুন সরকারের কর্মপরিকল্পনা উপস্থাপনের অপেক্ষায় আছি।”
তিনি বলেন, এটি ইউক্রেন সরকারের কার্যনির্বাহী শাখার রূপান্তর প্রক্রিয়ার অংশ। জেলেনস্কি আরও জানান, তিনি এবং সিভিরিদেঙ্কো অর্থনৈতিক উন্নয়ন, নাগরিক সহায়তা কর্মসূচির সম্প্রসারণ এবং দেশীয় অস্ত্র উৎপাদন বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
৩৯ বছর বয়সী ইউলিয়া সিভিরিদেঙ্কো চলতি বছর বিরল খনিজসম্পদ সংক্রান্ত একটি চুক্তিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে টানাপোড়েনের সময় আলোচনায় আসেন। ওই সময় ওয়াশিংটনের সঙ্গে কিয়েভের সম্পর্ক বেশ খারাপ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল।
সিভিরিদেঙ্কো যদি পার্লামেন্টের অনুমোদন পান, তাহলে তিনি বর্তমান প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহালের স্থলাভিষিক্ত হবেন। ডেনিস শ্যামিহাল ২০২০ সাল থেকে ইউক্রেনের প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। ইউক্রেনের সাবেক অর্থমন্ত্রী এবং বর্তমানে কিয়েভ স্কুল অব ইকোনমিকসের প্রধান তিমোফি মাইলোভানভ বলেছেন, “সরকারে পরিবর্তন আনা প্রয়োজন। মানুষ ক্লান্ত ও হতাশ। নতুন নেতৃত্ব নতুন উদ্যম তৈরি করতে পারে।”
এর আগে, গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছিলেন, তিনি প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভকে যুক্তরাষ্ট্রে ইউক্রেনের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেওয়ার কথা বিবেচনা করছেন। সপ্তাহ শেষে উমেরভের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে হবে, এবং প্রতিরক্ষা খাতে নতুন নেতৃত্ব আনার প্রয়োজন রয়েছে।”
উল্লেখ্য, ইউলিয়া সিভিরিদেঙ্কো ইউক্রেনের উপপ্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার হামলার কয়েক মাস আগে তাঁকে সংকটাপন্ন অর্থনীতি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে ইউক্রেনের পার্লামেন্টের অধিকাংশ সদস্য প্রেসিডেন্ট জেলেনস্কির পক্ষে রয়েছে। তাই তাঁর প্রস্তাবটি অনুমোদন পাবে বলে ধারণা করা হচ্ছে।