ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

    ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের মাঝে পুতিনকে ফোন করলেন ট্রাম্প

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ১১:২৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
    • / ২৫৭ বার পড়া হয়েছে

    ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক কূটনীতিক এই তথ্য জানিয়েছেন। এই ফোনালাপের পরই ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক আবার শুরু হয়।

    হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ ইউরোপের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক সোমবার অনুষ্ঠিত হয়। এর মাত্র তিন দিন আগে তিনি আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন। ইইউ কূটনীতিকের মতে, ট্রাম্প আগে জানিয়েছিলেন যে তিনি ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে পুতিনকে ফোন করবেন।

    ক্রেমলিনের পক্ষ থেকেও পুতিনকে ট্রাম্পের ফোন করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুতিনের একজন সহকারী জানিয়েছেন যে তাদের মধ্যে প্রায় ৪০ মিনিট কথা হয়েছে। হোয়াইট হাউসে ট্রাম্প প্রথমে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন এবং এরপর যুদ্ধ বন্ধ, ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তা নিশ্চয়তাসহ বিভিন্ন বিষয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনায় বসেন।

    নিউজটি শেয়ার করুন

    ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের মাঝে পুতিনকে ফোন করলেন ট্রাম্প

    আপডেট সময় ১১:২৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

    ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক কূটনীতিক এই তথ্য জানিয়েছেন। এই ফোনালাপের পরই ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক আবার শুরু হয়।

    হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ ইউরোপের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক সোমবার অনুষ্ঠিত হয়। এর মাত্র তিন দিন আগে তিনি আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন। ইইউ কূটনীতিকের মতে, ট্রাম্প আগে জানিয়েছিলেন যে তিনি ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে পুতিনকে ফোন করবেন।

    ক্রেমলিনের পক্ষ থেকেও পুতিনকে ট্রাম্পের ফোন করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুতিনের একজন সহকারী জানিয়েছেন যে তাদের মধ্যে প্রায় ৪০ মিনিট কথা হয়েছে। হোয়াইট হাউসে ট্রাম্প প্রথমে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন এবং এরপর যুদ্ধ বন্ধ, ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তা নিশ্চয়তাসহ বিভিন্ন বিষয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনায় বসেন।