ইসির শুনানিতে রুমিন ফারহানা সমর্থক ও এনসিপি নেতার মধ্যে হাতাহাতি

- আপডেট সময় ০৩:৫৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- / ২৫৯ বার পড়া হয়েছে
সংসদীয় এলাকার সীমানা সংক্রান্ত দাবি-আপত্তির শুনানিতে রোববার (২৪ আগস্ট) উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। বিজয়নগর উপজেলা থেকে তিনটি ইউনিয়ন—বুধস্তি, চান্দুয়া ও হরষপুর—ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করার সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়।
শুনানিতে অংশ নিয়ে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা ইলেকশন কমিশনের প্রকাশিত খসড়ার পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে, খসড়ার বিপক্ষে অংশ নেওয়া কয়েকজন তাদের অবস্থান জানান। খসড়ার বিপক্ষে থাকা পক্ষের দাবি, বিজয়নগর উপজেলাকে অখণ্ড রাখা হোক এবং তিনটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করা থেকে বিরত থাকা উচিত।
রোববার বেলা ১২টার দিকে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত শুনানির এক পর্যায়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ এবং ব্যারিস্টার রুমিন ফারহানাসহ সমর্থকরা বাকবিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এর আগে, শুনানির প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের দাবি-আপত্তি গ্রহণ করা হয়েছে। এই শুনানি ২৭ আগস্ট পর্যন্ত চলবে। রোববারের শুনানিতে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সীমানা সংক্রান্ত বিষয়গুলো বিশেষভাবে আলোচিত হয়।