ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

    উচ্চকক্ষ গঠন হবে ভোটের অনুপাতে, আসন অনুসারে নয় : নাহিদ ইসলাম

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০১:৫২:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
    • / ২৫৭ বার পড়া হয়েছে

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, প্রস্তাবিত উচ্চকক্ষ গঠনের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও পূর্ণ ঐকমত্য হয়নি। তিনি বলেন, উচ্চকক্ষ গঠিত হবে ভোটের অনুপাতে, আসন অনুসারে নয়। এ বিষয়ে এখনও কিছু দল দ্বিধায় রয়েছে, তাই জুলাই সনদ চূড়ান্ত করতে কিছুটা সময় লাগছে।

    সোমবার (২৮ জুলাই) সকালে জামালপুর জেলা পরিষদ ডাকবাংলোয় ‘জুলাই অভ্যুত্থানে’ শহীদ ১১টি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদের মূল রূপরেখায় মৌলিক সংস্কারের বিভিন্ন প্রস্তাব রয়েছে, যার অধিকাংশের বিষয়ে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। বিএনপিসহ অনেক দলের প্রস্তাবনায় উচ্চকক্ষের কথা এসেছে। তবে আমরা বলেছি, এই উচ্চকক্ষ গঠন হতে হবে ভোটের অনুপাত অনুযায়ী, আসনসংখ্যা নয়। এখনো এ বিষয়ে পূর্ণ ঐকমত্য তৈরি হয়নি।

    আমরা চাই, সব দলকে নিয়ে সর্বসম্মতভাবে জুলাই সনদ ৫ আগস্টের মধ্যে তৈরি করে ঘোষণা দেওয়া হোক।” তিনি আরও বলেন, “পুলিশ ও প্রশাসন এখনও অনেক ক্ষেত্রে নিরপেক্ষ আচরণ করছে না। নির্বাচনের আগে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। জুলাই সনদ ঘোষিত হওয়ার পরেই নির্বাচনি তোড়জোড় শুরু হবে।”

    এ সময় শহীদ পরিবারগুলোর সদস্যদের নানা সমস্যার কথা শোনেন এনসিপির নেতারা এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। সাক্ষাৎ শেষে এনসিপির একটি প্রতিনিধি দল জামালপুর শহরের চামড়াগুদাম এলাকার আল-জামিয়াতুল হাবীবিয়াহ কওমি মাদ্রাসা ও হরিজন পল্লী পরিদর্শন করেন। নেতারা সেখানে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এনসিপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

    নিউজটি শেয়ার করুন

    উচ্চকক্ষ গঠন হবে ভোটের অনুপাতে, আসন অনুসারে নয় : নাহিদ ইসলাম

    আপডেট সময় ০১:৫২:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, প্রস্তাবিত উচ্চকক্ষ গঠনের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও পূর্ণ ঐকমত্য হয়নি। তিনি বলেন, উচ্চকক্ষ গঠিত হবে ভোটের অনুপাতে, আসন অনুসারে নয়। এ বিষয়ে এখনও কিছু দল দ্বিধায় রয়েছে, তাই জুলাই সনদ চূড়ান্ত করতে কিছুটা সময় লাগছে।

    সোমবার (২৮ জুলাই) সকালে জামালপুর জেলা পরিষদ ডাকবাংলোয় ‘জুলাই অভ্যুত্থানে’ শহীদ ১১টি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদের মূল রূপরেখায় মৌলিক সংস্কারের বিভিন্ন প্রস্তাব রয়েছে, যার অধিকাংশের বিষয়ে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। বিএনপিসহ অনেক দলের প্রস্তাবনায় উচ্চকক্ষের কথা এসেছে। তবে আমরা বলেছি, এই উচ্চকক্ষ গঠন হতে হবে ভোটের অনুপাত অনুযায়ী, আসনসংখ্যা নয়। এখনো এ বিষয়ে পূর্ণ ঐকমত্য তৈরি হয়নি।

    আমরা চাই, সব দলকে নিয়ে সর্বসম্মতভাবে জুলাই সনদ ৫ আগস্টের মধ্যে তৈরি করে ঘোষণা দেওয়া হোক।” তিনি আরও বলেন, “পুলিশ ও প্রশাসন এখনও অনেক ক্ষেত্রে নিরপেক্ষ আচরণ করছে না। নির্বাচনের আগে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। জুলাই সনদ ঘোষিত হওয়ার পরেই নির্বাচনি তোড়জোড় শুরু হবে।”

    এ সময় শহীদ পরিবারগুলোর সদস্যদের নানা সমস্যার কথা শোনেন এনসিপির নেতারা এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। সাক্ষাৎ শেষে এনসিপির একটি প্রতিনিধি দল জামালপুর শহরের চামড়াগুদাম এলাকার আল-জামিয়াতুল হাবীবিয়াহ কওমি মাদ্রাসা ও হরিজন পল্লী পরিদর্শন করেন। নেতারা সেখানে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এনসিপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।