উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, আগুনে দগ্ধ ও আহত কয়েকজন

- আপডেট সময় ০২:৩৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- / ২৬৬ বার পড়া হয়েছে
রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অস্থায়ী ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বিধ্বস্ত হওয়া বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই মডেলের ফাইটার জেট। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়, যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের এলাকা আতঙ্কে ভীত হয়ে পড়ে, অনেক বাসিন্দা ও শিক্ষার্থী ছুটে এসে পরিস্থিতি দেখতে জড়ো হন।
প্রাথমিকভাবে জানা গেছে, বিমানটি চালাচ্ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির। তার শারীরিক অবস্থা এবং বিমানে তিনি একাই ছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।
বিমানটি যেখানে বিধ্বস্ত হয়, সেই স্থানে আশপাশের কয়েকজন সাধারণ মানুষ আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এ ঘটনায় এখনো কেউ নিহত হয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
বিমান বাহিনীর পক্ষ থেকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।